একটি আখর এই পৃথিবী বাঁচিয়ে রাখে,
একটি আখর এই পৃথিবী সবুজ রাখে।
একটি আখর এই পৃথিবী মধুয় ভরে,
একটি আখর এই পৃথিবী যাদুয় গড়ে।
একটি আখর হারিয়ে আকুল কত্তজনা,
কেউ নহে আর, তিনি আমার দু:খিনী মা।
মায়ের ভালবাসার কোনো নেই তুলনা,
মাগো তুমি সুখে থেকো এই কামনা।
মা হারা জন ছাড়া কে আর বুঝবে ব্যথা,
মায়ের অভাব সে কি কভু পূরন হবার?
যদিও সবাই যায় ভুলে, মা পারে কি তা?
মায়ের আঁচল ছায়া সেরা ঠাঁই যে সবার।
দু'টি কথা: প্রিয়তম মা, যাকে পেয়েছিলাম শৈশবে, কৈশোরে এবং যৌবনের প্রারম্ভের কিছুটা সময়। আমাদের সুখের জন্য যিনি নিজের সকল সুখ বিসর্জন দিয়েছিলেন হাসিমুখে। স্বপ্ন ছিল, তাঁর সুখের জন্য একটু কিছু করব। কিন্তু সেই সুযোগ তিনি দেননি। নরোম রোদ্দুরের আবহে কোনো এক গোঁধুলিবেলা জায়নামাজের পাটিতে মহান রবের ডাকে সারা দিয়ে শিউলি ফুলের মত ঝড়ে পড়েন প্রিয়তম মা। প্রবেশ করেন অন্তহীন পারকালীন জীবনে। তাঁর রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাঁর জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারন করুন। তাঁরই স্মরনে এই ছোট্ট কবিতা। দু:খিনী মায়ের জন্য হৃদয় কাঁদে এমন প্রত্যেকের মায়েদের জন্যই সুখে থাকার প্রার্থনা।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:১৬