আপনি যদি কোন রাজনৈতিক দলের নেতা না হন তাহলে আপনার দুঃসময়ে সক্রীয় ভাবে কেউ পাশে থাকবে না।
খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিলে হরতাল পালন হয়।
বিএনপির নেতাদের কে গণহারে জেলে দিলে হরতাল হয়।
শিবির সভাপতি কে গ্রেফতার ও নির্যাতনের বিরুদ্ধে হরতাল হয়।
আল্লামা সাঈদীর রায়ের বিরুদ্ধে হরতাল হয়।
লংমার্চে বাধা দিলে হরতাল হয়।
নোমানের জন্য চট্টগ্রামে, সালাউদ্দীনের জন্য কক্সবাজারে হরতাল হয়।
এই হরতাল গুলো অবশ্যই সমর্থনযোগ্য।
কিন্তু যে মানুষটি নিজের জীবনের ঝুকি নিয়ে দেশ ও ইসলামের পক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদের পক্ষে সংগ্রাম করেছেন অকুতোভয় সৈনিকের মত, সেই মাহমুদুর রহমান আজ জেলে রিমান্ড নামক বিভীষিকার সম্মুক্ষীন।
তার মুক্তির জন্য চোখে পরার মত কোন কর্মসূচি দিতে কাউকে দেখলাম না। শুধু হুমকি ধমকি পর্যন্ত সীমাবদ্ধ।
তবে শুনে রাখুন Mahmudur Rahman - মাহমুদুর রহমান আপনাদের উপর ভরসা করে কলম ধরেনি। শুধু মাত্র আল্লাহর উপর ভরসা রেখে এবং আল্লাহ কে সন্তুষ্ট করার জন্য দেশ ও ইসলামের পক্ষে কলম ধরে ছিলেন।