আত্মার ঘ্রাণ শুঁকে সত্ত্বার গভীরে তথাকথিত প্রেমিক হৃদয়
পাঁজর ভাঙা মড়মড় শব্দে "প্রেমে"র মানে খুঁজেছিল !!
অনাবিষ্কৃতের অন্ধকারে না পাওয়ার চেয়ে
পেয়ে হারানোর জ্বালায়
প্রেমাসক্ত বিলাসিতায় বুঁদ হয়ে বুঝেছিলাম
হৃদয়ের লেনদেনে নিষিক্ত মন
কেবলি কেউটের ছোবল আর ছোবল !!
পারাপারহীন অনুভব চাঁদের অালোয়
অাহত হৃৎপিণ্ড ছুঁয়ে অনুভব করেছিলাম
বিদায়ী বসন্তের অন্তিম কুহু ডাকে
সে যে কি জ্বালা !!
হৃদয়ের গভীরে প্রেম আর শূন্যতা ধারন করে
প্রতিধ্বনিত আত্মা মিলনের পরম তৃষ্ণায়
বিরহের রথে চড়ে গুমড়ে কেঁদে ওঠেছিলো
অবিনশ্বর হওয়ার লোভে !!
সেকারনে, বুকের ভাঁজে সৌরভ মেখে
পাঁজরের খাঁচায় খাবি খাওয়া শিহরনে
ধূলোর আস্তরণ হয়ে পড়ে রয়েছিলো “বনলতা সেন”!!
অতঃপর---প্রেমময় মন আত্মহত্যার আগে লিখেছিল একটি চিরকুট,
"প্রেম" সে এক আলো-আঁধারীর সঙ্গম।।
মূল কবিতা
উৎসর্গ -- কবি বিজন রায়
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪০