কী নাম তোমার ?
- আমি হৃদয়,
যে হৃদপিন্ডের স্পন্দন তুমি প্রতিক্ষণ অনুভবে পাও ।
কারো ছোঁয়াতে স্পন্দন বাড়ে কি কখনো ?
-- স্বপ্ন জড়িয়ে ভালবাসার কথা বলে আবেগে বাঁধে যখন।
স্বপ্নগুলোকে রোজ জিইয়ে রাখতে জানো কি ?
-- স্বপ্ন দিয়ে ঘিরে আমি থাকি, স্বপ্নগুলো ভেঙেচুরে মৃত্যুও আমি মাখি ।
ভালবাসার কথা বলো কি তুমি আবেগ জড়ানো?
--বুকের গহীনে ভরহীন ভালোবাসা বুকের ভেতর ভার হয়ে থাকে,
অবাধ্য প্রেমিকের বুক ফাটা তৃষ্ণার মত শরীরের গন্ধে ডুবে নিঃশেষ হয়ে যাই ।
তুমি কি অভিমানে কাঁদো ?
--অভিমানে থাকে শুধু জল -কলকল নিগূঢ় কান্নার কোলাহল।
চোখ থেকে টপ টপ করে গড়িয়ে পড়া জল মুছে ফেলা যায়,
অঝোর ধারায় গড়িয়ে পড়া হৃদয়ের রক্ত শুধুই বয়ে যায় ।
চোখের জল তোমাকে ছুঁতে পারে কি ?
----চোখের জলে ভীষণ ভয়,
জল ছাড়া এই হৃদয়ের বিনিময় হয় তবে তা শুষ্ক কঠিন,
এক জনমের সকল হিসেব ভুলে,জলের ভেতর অনুভূতির সকল গভীরতম হয় ।।
তৃষ্ণা পেলে চাতক হয়ে যাও কি ?
---বহু কাঙ্খিত স্পর্শের স্বাদ নেওয়ার আকাঙ্ক্ষার তৃষ্ণায় থাকি আকুল--
আমি সাড়া না দিলে অথর্ব শরীর চুম্বনের নোনতা স্বাদও বড় পানসে হবে জেনো ।
তোমার বুকে মাথা রেখে শুনছি কার ভালবাসার দুপদুপানি-
ওমা লজ্জা পাচ্ছো কেন!? আচ্ছা বাবা, ঠিক আছে--
তবে কি জিরিয়ে নেবে কিছুক্ষণ?
--আমার উপর কান পেতে দেখো, বাজছে এখানে করুণ সানাই,
কৃষ্ণ প্রেমের সার যে অশ্রু, তাইতো রাধা কৃষ্ণ খোঁজে। দেহের মৃত্যু হলে,
পৃথিবীর যন্ত্রণা থেকে মুক্তি আসে। হৃদয়ের মৃত্যু হলে,
পৃথিবীর নারকীয় যন্ত্রণা থেকে মুক্তি মেলেনা।।
এখনো যার বুকে আমার ধুকপুকানি শুনতে পাও
সেখানে সযতনে প্রিয়জনের নাম খোদাই করে নাও।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:১৫