
নৈসর্গিক বেদনা ছড়িয়ে আমার পথে
বিভেদ নিয়ে বেঁচে থাকো কাব্য-কলা।
কখনো এক টুকরো কৈবল্য চাঁদ তুলে আনি
মানব চৈতন্যের প্রগাঢ় অন্ধকারে
সকলি কি কল্পজ্ঞান হয়, হায় যাতনা!
যারা নিয়তি নিয়ে ভাবে, নিয়তিকে মানে
ভাবে সকল পাপে অপাপবিদ্ধ শিল্প বস্তু
তার মাঝেও নিঃসংশয় নয় গ্লানির বিস্ময়।
বিস্ময়টুকু থাকুক আজ
খসছে জোছনার নেকাব।
শিল্প না হয়ে উঠা অধরা বাসনা-
ভাসছে অবস্তুর জোছনায়।
ধরা-অধরার এই বিভাজন মেনে নৈসর্গিক আত্মা
আমরা বেঁধেছি কাব্য-কলায়।
এই হাতই শিল্পবস্তু- আবির ছড়ায়, অধরা জোছনা মাখায়।
> ব্যবহৃত ছবিটি হারবার ফ্রন্ট সেন্টার সাইট থেকে নেয়া।।