
এটি একটি মাউনটেইন ব্লু বার্ড (Sialia Corrucoides)
চিত্রটির দিকে ভাল করে একটু তাকান। আপনি কি দেখতে পাচ্ছেন আল্লাহর নিদর্শণ? আরেকটু ভালভাবে খেয়াল করুন। কি এবার দেখতে পেয়েছেন?
আপনি হয়ত এরিমধ্যে গাছটির একটি শাখা খুজছেন যেখানে আরবীতে আল্লাহ লেখা আছে। অথবা আপনি হয়ত ভাবছেন পাখির গায়ে সুন্দর করে ইংরেজীতে রহমান শব্দটা এসেছে।
আপনি যদি এতক্ষন তা-ই করে থাকেন। দু:খিত আপনি ভুল করছেন। আল্লাহর নিদর্শন খুজে পাওয়ার জন্য আপনার কাকতালীয় কোন বিষয় খুজে নেয়ার দরকার নেই।
গভীরভাবে পাখিটির দিকে তাকান। পাখিটির পালকের চমৎকার রং এর বিন্যাসটি কি আপনি লক্ষ্য করেছেন?
আমরা জানি কোন বস্তুতে যখন আলো (একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচৌম্বক তরঙ্গ) পরে তখন ঐ আলোর কিছু অংশ শোষিত হয় আর কিছু প্রতিফলিত হয়। ওই প্রতিফলিত অংশটুকুই যখন আমাদের চোখের রেটিনায় আপতিত হয় তখন আমরা বস্তুটিকে ঐ নির্দিষ্ট রঙে দেখতে পাই। এখন লক্ষ্য করুন, পাখির পালকের ওপরে কত সুন্দর ভাবে এমন কিছু অণু সংযোজিত করা হয়েছে যেন তা নির্দিষ্ট পরিমাপে নীল ও সবুজ আলোকে প্রতিফলিত করতে পারে। পাখিটির উপরের তলেই বা কেন এই অণুগুলো বিন্যস্ত হল, কেই বা অণুগুলোকে এমন সুন্দর ভাবে বিন্যস্ত করল যে ডিজাইনটির হিউ, স্যাটুরেশন ও সার্পনেস ঠিক যথাযথ ভাবে সেট হয়ে গেল?
কেনই বা পাখিটির পালকে এমন অনুগুলোই বিন্যস্ত হল যা কিনা তড়িৎচৌম্বক তরঙ্গের বর্ণালীর একটি অত্যন্ত ক্ষুদ্র অংশ (যা মানুষের মস্তিষ্কের ভিসুয়্যাল কর্টেক্স এ আলো হিসেবে ধরা দেয়) তাকে প্রতিফলিত করে। পাখিটাকি নিজে এ কাজ করল, সে কি জানে আলোর কোয়ান্টাম ফিজিক্স? নাকি পাখিটির প্রাণহীন অণূ ডিএনতে এই তথ্য কাকতালীয় ভাবে চলে এসেছে? কেউ যদি বলে, একটি বৈদ্যুতিক স্পার্ক আপনার হার্ডডিস্কে উপরের চিত্রটির তথ্য তৈরী করে দিয়েছে, আপনি তাকে পাগল বই অন্য কিছু ভাববেন কি?
শুধু তাই নয় পাখিটির পৃষ্ঠদেশের এই অনুগুলো কিন্ত তার দেহের ত্বকেও সন্নিবেশিত হতে পারত। পালক গুলো তুলে নিলে দেখবেন সম্পূর্ন ভিন্ন একটি রঙ। রঙের এই বিণ্যাস কতই না মহোনীয়।
আপনি কি দেখতে পাচ্ছেন না যে আল্লাহই এই পাখির গঠনের পরিকল্পনাকারী ও রুপদাতা?
“ সেই পরম সত্তা তো আল্লাহ-ই যিনি সৃষ্টির পরিকল্পনাকারী, পরিকল্পনা বাস্তবায়নের র্নিদেশ দানকারী এবং সেই অনুপাতে রূপদানকারী ৷ উত্তম নামসমূহ তাঁর-ই৷ আসমান ও যমীনের সবকিছু তাঁর তাসবীহ বা পবিত্রতা বর্ণনা করে চলেছে ৷ তিনি পরাক্রমশালী ও মহাজ্ঞানী ৷”
সুরাতুল হাশর, আয়াত ২৪
Reference reading:
Allah's artistry in Creation by Harun Yahya