এই মাসের পাঁচ তারিখ রাত তখন সোয়া এগারটা বাজে। একদিন পর এক্সাম। বিবিসির খবরের পর আমি যখন পড়াশোনা নিয়ে ব্যাস্ত তখন হঠাৎ অপরিচিত টিটি নম্বর থেকে ফোন আসলো। আমার টিটি অন থাকার পরেও জিপিতে কল করেছে তাই মোটামুটি সিওর যে, অপরিচিত কেউ হবে হয়ত। যাইহোক কলটা রিসিভ করে সালাম শেষ না করতেই ওপাশ থেকে মেয়েলী কণ্ঠে সালামের জবাব ভেষে আসলো।
-একটু বিরক্তি ও কৌতুহলবসত জিজ্ঞাসা করলাম, কে?
-ভাইয়া আমি আপনার সব প্রশ্নের জবাব দিচ্ছি একটু পরে আগে আমার কিছু প্রশ্নের জবাব দিন প্লিজ।
প্রাইভেসী রক্ষা করে তার সকল প্রশ্নের উত্তর দিচ্ছিলাম।
-ভাইয়া অমুক কি আপনার ফ্রেন্ড হয়?
-জ্বি। তারপর?
-ওরে আজ সন্ধ্যার পর দেখেছেন?
-নাহ..
-আমি ওর গার্লফ্রেন্ড!
কথা বলার এপর্যায়ে বুঝলাম সামথিং ওয়েন্ট রঙ তাই এবার আমি প্রশ্ন ছোড়া শুরু করলাম…
– নাম না জিজ্ঞাসা করেই বললাম কোথায় থাকেন?
– আমি (মেয়েটি) উদয়ন ম্যাটসে পড়ি (আর আমি শুনলাম, “আমি ওর মেসে থাকি”)
– (কাশি দিয়ে) কার মেসে?
– উদয়ন ম্যাটসে ভাইয়া।
– (দীর্ঘশ্বাস নিয়ে) ওহ!