কবিতায় সাচ্ছন্দ ছিলোনা সেদিনও
তেমনটাই আজ প্রান নেই,
অমিল ছন্দের পুন্জিভুত ক্ষতগুলো
কেবল নির্বাসিত এক নিরবতা
যেখানে তুমি বলে কেউ ছিল না আধো।
ফিরতি ট্রেনেই ফেরার কথা ছিলো সেদিন ,
তোমার নীলাভ চোখের গভীরতম চেয়ে থাকা
আমার বেড়েউঠা দায়িত্ববোধ এর কাছে
কেমন মলিন অসহায় দেউলিয়া
তবু বুকের গহিনে ব্যাথার সম্মোহন আর
আমার বেঁচে থাকা মৃতের মতো।
অপ্রাপ্তি আসলে চিরকালের লালিত যন্ত্রনা
শুদ্ধ হাসির আরালে কান্নার কালো মেঘ নিয়ে
এক আজলা ঝড়ের আপোষ,
হাজার মাইল দুরত্ব আজ বড় অসহ্য লাগে।
প্রিয়তি যানো, আমি আর বেঁচে নেই
চেনা মানুষের অদেখা রুপ দেখে দেখে বিরক্ত খুব
ভাবছি একদিন ফিরে যাবো
জীবনে ফেরার ইচ্ছে হয় অদম্য ।
তোমাকে মনে করতে পারছি না আর
মুখশ্রী কিংবা তোমায় নিয়ে প্রিয় কোন স্মৃতি কিচছু না
মনে হয় ভুলেই গেছি তবে
তোমার অস্তিত্ব আমার মত করে
কেবল তোমাকে ভুলবার এত আয়োজন ।
[link||view this link]