(১)
প্রিয়তা রাত্রিরে মাঝ ববয়সিনী চাঁদ,
নাহয় ছোঁয়া না হলো জোছনাকুমারী
নাহয় ছোঁয়া না হলো রংধনু কভু।
(২)
অন্তরিক্ষের নিলম্বন কিবা
বিধবা রোদ্দুরের ধূষর মূর্তি ছায়া
বিরহিনি পিয়ালের সাখায় সাখায়
যেনো কতকাল কপোত মেলেনি পাখা
হৃদয়ে জমা নিরব সম্মোহনে ।
(৩)
দুরত্ব খুব নয়কো সেথা
পাশাপাশি দুটো অচেনা কবর
যেনো বেরে উঠা লাউয়ের ডগায়
গোবরে পোকাদের মাতম ছড়ানু
কিবা বুকের শহরে কান্নাদের ভীর করে ফেরা ।
(৪)
লক্ষ্মীপেঁচার নরম রিসার ওম
আজ নেশারঝোঁক চোখে মুখে
আজ কামনারা পরিনত শোকে।
উৎসর্গ: (নাটক কইরো না)