কাঠফাটা এই তৃষ্ণার্ত বুক
তুমি না হয় বৃষ্টি হয়ে যাও
অবিরত এক আষাঢ়ে ঝুম বৃষ্টি,
চাদর জড়ানো ওমের শরীরে
ছিটেফোঁটা উষ্ণতার আলোড়ন ছুঁয়ে
তুমি বৃষ্টি হয়ে যাও মেয়ে।
তোমার মেঘ হয়ে যাওয়া আঁধার দেখেছি,
রাত্তিরের আকাশে চাঁদ হওয়া দেখেছি,
নীলাভ চোখে আজ তাই রোদন নেই
নির্বোধ অন্তরে জমা হওয়া শূন্যতা কেবল
বৃষ্টি তুমি হতেই পারো মেয়ে।
প্রেমিক মানুষের কতোকি চাওয়া থাকে
তুমি না হয় বৃষ্টি হলে একটিবার
আমি না হয় সিক্ত হলেম তোমার জলে।
*****মোবাইল থেকে পোস্ট দেওয়া কি যে কষ্টের কাজ।