প্রতীক্ষা নিঃসরিত ত্রিকোণমিতি
যেন জীবনের অমিল উপপাদ্য
কিংবা মনুষ্য রসায়নের শেষ যৌগ।
ইউরেনাসের নশ্বর আকাশে
মৃত ফসফরাসের বিক্রিয়ায়
খসে পরা নীলাভ ধূমকেতু,
কিছু রেটিনার তপ্ত মিথস্ক্রিয়া
অথবা পারদের পাহাড় বেয়ে
নেমে আশা এসিড নদী।
অক্সিজেনের তীব্রতর অনাচারে
বিলুপ্ত শব্দের পুঞ্জিভূত নিউক্লিয়াস
রিপুতে আগুনের মৃত স্ফুলিঙ্গ যেন
তুষার ঝরা নিশির সঙ্গম ময় পাথর।
উৎসর্গঃ ''কান্ডারী অথর্ব'' ভাই, একজন সত্যিকারের ভাল মানুষ। ভাল মানুষ গুলু খুব সুখি হয়( আসলে কষ্টরা ছোঁয়ার সাহস পায়না)। সারাজীবন এমনি থাকবেন গুরু ...............।