প্রতিটা মানুষের ভেতরটা অন্যরকম , নিজের ভেতর বসত করে অন্য একটা মানুষ। অবচেতন মনে কত রঙ যে খেলা করে। মানুষের দর্শন নিয়ে ভাবলে অবাক হই। নির্ভেজাল চাওয়া গুলু কিংবা অক্ষেপ, অপ্রাপ্তি, চলে যাওয়া, হারানু এই নিয়ে জীবন.......... বেঁচে থাকার আমরণ প্রচেষ্টা।
(১)মেহেরুনঃ
"কষ্ট সহজ,
বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ...
স্পর্শ সহজ,
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ...
দুঃখ সহজ, হত্যা সহজ, জীবন সহজ ...
শুদ্ধতম জীবনযাপন, সহজ না ..
(২)গোলাম দস্তগীর লিসানিঃ
সৎ মানুষ সহজে ভুল করতে পারে না। তাদের অবচেতন মন ভুল করতে দেয় না। অসৎ মানুষ সহজে ঠিক কাজ করতে পারে না। তাদের অবচেতন মন সহজে ঠিক কাজ করতে দেয় না।
(৩)শের শায়রীঃ
হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই
(৪)বোকামনঃ
স্বার্থপরতার নাম যদি হয় চালাকি - থাকতে চাই বোকা, করতে চাই বোকামি ।
(৫)কান্ডারী অথর্বঃ
আমার মৃত্যুর পর আমাকে তোমরা খুজনা আমার মৃত্যু ভূমির ‘পর
সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; সীমাহীন এক যন্ত্রণার আঁধার ।
আমি লুকিয়ে রব লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার,
শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে;
রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায় আমি হতে রব কাতর।
(৬)ধান শালিকঃ
আঘাত পেলে মাথা তুলবেই , হোক সে সাপ কিংবা কেঁচো ।
(৭)মিষ্টি মেয়েঃ
"Life is not measured by the number of breaths we take, but by the moments that take our breath away"
(৮)স্বপনবাজঃ
অধিকারের সীমারেখা মাঝে মাঝেই বুঝিনা , তাই শুধু কাছের মানুষ গুলো হারাই !
(৯)কালো ঘোড়ার আরোহীঃ
তোমাদের ভেতর দিয়েই তো সর্বকাল চলে গেছে আমার পথ// এবং সর্বকাল আমি দাঁড়িয়েছি আমি আবার নিয়েছি পথ।
(১০)এরিসঃ
যদি শুরু থেকে শুরু করি, তবে শেষটায় শেষ.. যদি শেষ থেকে শুরু করি, তবে শুরুটায় শেষ.. শেষের শেষ কোথায়???
(১১)সালমাহ্যাপীঃ
**তবুও কিছু কথা না বলাই থেকে যায়**
(১২)এম হুসাইনঃ
আমি অবিশ্বাসী দেবতারে লাথি দিয়ে করি বিশ্বাসী কুকুরের পদচুম্বন!
(১৩)মামুণঃ
নিঝুম রাতে, একটি টিনের ঘরে একা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে , বৃষ্টির শব্দ আমাকে জাগিয়ে রাখে অনেকক্ষন
(১৪)স্বপ্নবাজ বাউন্ডুলেঃ
লোকে বলে স্বপ্ন জোছনা বিহার, জোছনা কনা রাত্রি উজাড় ! আমি বলি এ বেলা চৈত্র বিহার, স্বপ্নে ছুরি চোখে আঁধার !
(১৫)ফারজানা শিরিনঃ
অদ্ভুত পৃথিবীকে নিয়ে ভাবনা আমাদের ! অথচ নিজের অদ্ভুতদরশন ভাবনা গুলোকে সযত্নে এড়িয়ে যাই ! নিজেদের জন্য যা করি তার সবটা জায়েজ ! এই একি কাজ যখন অন্য কেউ করে তখন নিজের ক্ষতি হউয়ার বিন্দুমাত্র আশঙ্কা দেখলে চমকে উঠে চিৎকার দেই ! 'গেল গেল ! সমাজটা রসাতলে গেল !'
(১৬)শাকিল ১৭০৫ঃ
বেঁচে থাকি বেঁচে থাকার আশায়
(১৭)শোশমিতাঃ
মনে জমে থাকা কষ্ট গুলো মাঝে মাঝে খুব তীব্র হয়।। এতোটাই কষ্টদায়ক হয় যে সহ্য করে থাকাটাইকঠিন হয়ে যায়।। এর চেয়েও কষ্টকর হলো সেইসব মূহূর্তগুলোতে কষ্ট সহ্য হাসিমুখে সবাইকে সময় দেয়া, কথা বলা, সবকিছু মেনে নিয়ে বেচেঁ থাকা.....
(১৮)লাবনী আক্তারঃ
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দ্বীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
(১৯)মিলটনঃ
আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। তাই ভয় হয়।
(২০)শান্তা273ঃ
আমরা সবাই একই পথের যাত্রী, দেখা হয় কারো কারো সাথে ক্ষণিকের তরে.........
(২১) মাহবু১৫৪ঃ
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।
(২২)আতিক.নিষিক্তঃ
এখন দুরে আছি, তাই ফেরা সহজ; কাছের মানুষ কখনো ফেরে না।
(২৩) সুস্ময় পালঃ
দিতে পারো একশ ফানুস এনে! আজন্ম সলজ্জ সাধ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই ... ...
(২৪)মোহাম্মদ আলমগীর খানঃ
কখনো কখনো বৃষ্টি যদি ঝরে দৃষ্টির পাতায় কখনো কি বন্ধু তোমার আমায় মনে পরে আমি পরে আছি কেমন কোথায়...........।
(২৫)নির্মলেন্দু পোদ্দারঃ
জীবন যেখানে থমকে দাঁড়ায় কবিতারা সেখানে উপছে পড়ে বাঁধ ভাঙা জোয়ারে....
প্রথম পর্ব যারা মিস করেছেন তাদের জন্য
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:৪৯