.
.
.
.
.
.
.
.
.
.
.
৪০ বছরে পা রাখা মাঝ বয়সি একটা জিবন্ত লাশ,
মাথা বর্তি পাকা চুলের ফাকে ফাকে ধুলো-ময়লার মাখামাখি
পরনে তার সেই পুরাতন ছেরা-ফাটা মলিন বস্র
যেখানে রক্ত আর মাটির মিশ্রনে সত্যিকারে রং গেছে মিলিয়ে
যেখানে ছেরা পতাকার টুকরো দিয়ে কোন রকমে
সম্ব্রম ঢাকতে হয় তার।
৪০ বছরে পা রাখা মাঝ বয়সি একটা জিবন্ত লাশ,
একদিকে ক্ষুধা-দারিদ্রতা অন্যদিকে অনিয়মের তিব্রতা,
মেরুদন্ড কিংবা গায়ের জোর ,অন্য,বস্র,বাসস্থান
কিছুইনেই তার,তবু তাকে বেঁচে থাকতে হয়
কারন তার দেহ বিক্রির টাকায় অনেকেরই বিলাসী জীবন চলে।
১৫কুটি মানুষের বোকে লালন করা নিছক উপহাস,
বছরের পর বছর যে-যার ইচ্ছে মত ধর্ষণ করে ,ছিরে ছিরে খায়
৪০ বছরে পা রাখা মাঝ বয়সি এই জিবন্ত লাশটাকে
যাকে পাবার জন্য এতো রক্ত দেওয়া,জীবন দেওয়া
এতো ত্যগ, সে কেনো আজ নিছকি একটা জিবন্ত লাশ?
তবেকি এদেশে স্বাধীনতার আগমনটাই প্রহসন?