আর এইভাবে মানুষের সকরুণ-
অশ্রুকণা নিয়ে, যখন দেখি- নির্লজ্জ ও
ভারি বেহায়া মিডিয়া কর্পোরেট;
টিআরপি আর যত সস্তা, নিতান্ত তুচ্ছ-
টাকা বাড়ানোর, অসুস্থ বেসাতি
প্রতিপালনে মরিয়া হয়ে ওঠে;
তখন আমার ভারি ক্লান্ত লাগে-
আগের মত আমি বিস্মিত অথবা
হতাশ হই না, যদিও এতে স্বীয় শির-
নত হয়ে পরে, আমি খর্ব হয়ে যাই;
প্রতিনিয়ত আমি ছোট্ট- তুচ্ছাতিতুচ্ছ
হয়ে পরি- যখন আরো দেখি- তোমরা
সুশীল সমাজ, কেউ কেউ সেই একই
আদিম সংকীর্ণতার ঘোরটোপে বন্দি
হয়ে- পোষা তোতাপাখির মত, মিথ্যে
প্রোপাগান্ডার কাছে নিজেকে সমর্পণ
করছো! রুদ্র শুনলে- গগনবিদারী দ্রোহ
নিয়ে বলত- দাঁড়াও, নিজেকে প্রশ্ন
করো- কোন পক্ষে যাবে তুমি?
.
.
মতিঝিল, ঢাকা
২৫ মার্চ '১৮ । ১২৩ ঘন্টা
#কবিতা
#রুহুলআমিন কর্তৃক ♥ দিয়ে লেখা
.
.
.
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৮ ভোর ৫:২৭