শিরোনামহীন পঙক্তিমালা-৫
অনেকেই আমারে এতিম
ভাবে, আমার নাকি বাপ
মরছে! আর
ঠিক মুখের বোলে কয়
না, বাচনভঙ্গি আর ভাবসাপ
সুনিশ্চিত! কিন্তু
তারা হয়ত জানে না
সঠিক! বাপের জীয়ন্ত ছাপ
পরলোকে! তবু
আছে সে ঠিক আমার
মাঝেই! দিচ্ছে নিয়ত উত্তাপ
নন্সটপ! আর তাই
জেনে রাখো সংকীর্ণ লোক
সকল! এখন আমি বাপের বাপ
আলবৎ! সুতরাং
মিছে দূর্বল ভেবে- এসো না
লাগতে! নিও না বাড়তি চাপ
অযথাই! মিছেমিছি...
.
.
চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়
৮ জুন '১৮।০১১১... বাকিটুকু পড়ুন