নিদারুণ জটিল এবং বিরাট ভাবনার!
আমরা কীভাবে, এই জেনারেশন গড়ে তুলছি! যে সমাজে দিনশেষে, সবকিছু গৌণ টাকার কাছে! যেখানে ঈশ্বরকেও টাকার পূজারি ভাবা হয়, যেন টাকাই প্রথম ভগবান, সর্বময়!
যে জনপদে জন্মদাতা, ঘুষ দিয়ে প্রশ্ন ফাঁস করে, তুলে দ্যায় সন্তানের হাতে, ১০০% গ্যারান্টেড সাজেশন হিসাবে! যে রক্তাত মানচিত্রের এদিকে সেদিকে, কিশোরী-তরুণী এমনকি মধ্যবয়সী নারী, লাঞ্ছনা বিকোয় টাকার দামে!
যেখানে মান, সম্মান, ইজ্জত, ক্ষমতা, প্রভাব এমনকি বল, শিক্ষা বা জ্ঞান [!]... সদলবল, পরিমাপিত হয় টাকার সংখ্যায়! সেই জমিনের ভূমিপুত্রেরা, কোরবানির পশুকে হাতিয়ার বানায় টাকার গড়িমায়!
প্রেম, দেহ, সম্মতি ও মন! পুষ্পশয্যা, আরাম, নিরাপত্তা, খাদ্য, সংস্থান, সংস্কার এবং অন্তঃস্থ ধন! এমনকি প্রায়শ পিতৃমাতৃ স্নেহ ভালোবাসা কিংবা প্রেমবাহুডোরাবদ্ধ তুমুলসোহাগ অথবা মিসকিনের দোয়া; একটু শুভাশিস, লাস্যময় কিংবা হাস্যময় মুখ, সবই এখানে টাকার বদলে যায় পাওয়া!
এই দুর্দশাপ্রাপ্তি অবলোকন করে, মুজতবা আলী, ওপার থেকে বলেন, দুঃখ ভরে- হে প্রিয় স্বদেশ! অদ্ভুত উটের পিঠ ছেড়ে, একী বাহনে যাচ্ছ হায় তেড়ে! আহারে! আহারে!
মুখে যতই কহোঁ
টাকা... তুচ্ছ অতি
তবু টাকা ছাড়া
নাহি... কোন গতি
ভারী যাতনার বিষয়
অতি লজ্জার, অনেকটা গ্লানির
শুধু ভাবি, করি সময় অপচয়
তবু, আশা! দেখি কী হয়-
রাতের পর ঠিক
জানি আলো আসবেই...
. .. ... আর তাই,
সবাই নিজের কাজ
ঠিকঠাক করা চাই
(করি) দৃঢ়তম প্রতিজ্ঞা আজ
তা না হলে, কোন উপায় নাই!
.
.
.
♥
চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩ জুন '১৮। ০০০৪ ঘন্টা
#কবিতা কিংবা #ছড়া অথবা #কবিতাছড়া
#রুহুলআমিন কর্তৃক ♥ দিয়ে লেখা
.
.
.
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৮ সকাল ১০:৫৫