ব্যক্তিগত শব্দকোষ থেকে 'না' এবং 'নেতিবাচক' বিষয়আশয় প্রায়ই বাদ দিয়ে দিয়েছি; পুরোটা পারিনি এখনো, তবে যথেষ্ট আত্মবিশ্বাসী বোধ করছি- অচিরেই পুরোপুরি বর্জন করতে পারবো!
আরও যেসব অভিধা-অভিব্যক্তি-অনুভূতি বাদ দিতে চাই- 'ভয়' বিশেষত 'অন্ধভয়'; 'ক্রোধ', 'ঘৃণা', 'লোভ', 'লালসা', 'ঈর্ষা', 'তাড়াহুড়া', 'অস্থিরতা' 'হতাশা', 'দুশ্চিন্তা', 'সংকীর্ণতা', 'সীমাবদ্ধতা', 'নীচুতা', 'চাতুর্য', 'কাপুরুষতা'.......
বিশ্ব-ব্রহ্মাণ্ডের যত জীবিত কিংবা মৃত প্রাণী, গাছ, ফুল, পাথর, সমীরণ ইত্যাদি যা-কিছু আছে; তার কারও নিকট আর দূরবর্তী কিংবা সামান্যতম ভগ্নাংশও কিছু প্রত্যাশা অবশিষ্ট নাই; তবু যা পাই প্রতিনিয়ত, ভেবে নেই বোনাস-উপরি!
কিছু লভে কেউ যখন, নিজের ন্যায্যপ্রাপ্য মেনে তার যতটুকো আনন্দ আস্বাদন করে, আমি তখন সেই একই জিনিস 'বোনাস' হিসেবে পেয়ে তারচে' শত-সহস্রগুণ বেশী আনন্দ উপভোগ করি!
আমার প্রতিটা পদক্ষেপ অগ্রজ পদক্ষেপের তুলনায় দৃঢ় হচ্ছে, আরও মসৃণতর হচ্ছে। সবার প্রার্থনা এবং শুভকামনা আর; উপরওলার অনুগ্রহে অনেক ভালো আছি। প্রতিমুহূর্ত পরমানন্দে কাটছে!
প্রার্থনায় উচ্চারণ করবেন- যেন ভালো থাকি; যেন সবার সেবা করতে পারি!
কারণ খুবই একান্ত, নিজে ভালো থাকলেই কেবল অন্যজনে সেবাদান জারি রাখা যায়; হোক সে কাছের কিংবা সামান্য দূরের!
সবার জন্য- ভালোবাসা, শুধুই ভালোবাসা; আমি তবু ভালোবাসাই বিলিয়ে যাবো!
.
.
.
চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৮ মে '১৮। ১:৪৩ ঘন্টা
#কবিতা #রুহুলআমিন
(বিশেষ এক প্রাণের নির্দেশনায় পূর্বের একটা লেখা থেকে ঈষৎ পরিমার্জিত! ♥)
.
.
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫১