আর যা বাকি থাকে তাকে বলে টাইম পাস।
টাইম পাসেরা তোমার শরীরের গন্ধ নেবে,
তাদের ম্যানেজ করা শয্যায় তুমি-
নিজেকে বিলিয়ে দেবে, টাইম পাস হবে,
এনজয় হবে, তাতে কি আর বল, তাদের-
শরীরের গন্ধ তোমার গায়ে লেগে থাকবে?
এতে মোটেও দোষ খোঁজার কিছু নাই, কেবল-
একটু সতর্ক থাকতে হবে, বেচারা ভালোবাসা-
যেন টাইম পাসদের খবর জানতে না পারে,
আর খুব বেশী দরকার হলে, ভালোবাসার-
শয্যায় তাকে একটু সঙ্গ দিলেই চলবে!
আধুনিক প্রেমের নাকি এই-ই নিয়ম!
নিন্দুকেরা শুধায়- টাইম পাস কেন আবশ্যক?
আরে বোকা নিন্দুকের দল, ভালোবাসা তো-
ভীষণ ব্যাস্ত, তার কি আর রোজ সময় হয়?
রোজকার টাইম পাস হবে কার সাথে? যদি-
দু’-চারজন টাইম পাস না থাকেন?
ভালোবাসা কেন এত্ত ব্যাস্ত থাকেন? বোকারাম-
তাও বোঝো না? আবার আধুনিক পদ্য লেখ?
ভালোবাসা ব্যাস্ত থাকেন জীবিকার অন্বেষণে-
নয়ত তিনি ভালোবাসা থাকার যোগ্যতা হারাবেন।
এ তোমার কেমন প্রেম? এ কেমন ভালোবাসা?
খুবই খাঁটি, পুত-পবিত্র, উচ্চমার্গীয়; শোনহ নির্বোধ-
যাকে ইচ্ছা দেহ বিকানো চলে, কেবল মনটা-
এক্সক্লুসিভলি ভালোবাসার, ওখানে টাইম পাসদের-
সামান্যতমও দখল চলে না, কক্ষনো না, কাভি নেহি।
এমনকি টাইম পাসদের শয্যায় হাঁপাতে হাঁপাতেও
মনটা তার কাছেই প’রে থাকে, শুধু তারই থাকে।
আধুনিক প্রেমের এই-ই নিয়ম! চোখ সরু করে-
তাকিয়ে থেকো না; অর্বাচীন, একটু আধুনিক হতে শেখ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৪