এভাস্ট ৫ সব নষ্টের গোড়া। এইটা পারে না কিছুই, হুদাই ভুংভাং ভাইরাস ধরসে কিন্তু পিসি ঠিক হয় নাইক্কা। যেহেতু ইউন্ডোজ ৭ এ আর উবুন্টুতে আমার ফালতু র্যা্ঙ্কস্টেল চলে না, আবার যেহেতু এটা স্ট্যাটিক আইপি বলে ছাড়তেও পারতেছি না, তাই উইন্ডোজ এক্সপি সারভিস প্যাক ২ চালাইতেসিলাম। ইন্সটল দিয়ে ২-৩ দিন এন্টিভাইরাস ইন্সটল করি নাই। ট্রোজানে ভইরা গ্যাসে। উইন্ডোজের ফায়ারোয়াল যে পুরা ফালতু, এই পুরান কথা নতুন করে সত্য হল।
ম্যালওয়্যারবাইটস এন্টি ম্যালওয়্যার ইন্সটল করে এটা অন করি, আর সাথে সাথে প্রোগ্রাম অফ হয়ে যায়।
নেট কানেক্ট করলেই কী যেন খালি আপলোড ডাউনলোড হতে থাকে। ধুমায়া। আমি ব্রাউজ করতে পারি না তখন। কী আজব !! ট্রোজান মনে হয়।
ট্রোজান রিমুভার আপডেট করে স্ক্যান দিলাম। কিছু পাইছে। মুছছে। সমস্যা তুলনা মূলক ভাবে কমসে। কিন্তু এখনও ১১kBps গতিতে কী যেন আপলোড করতেসে ধুমায়া। অল্পস্বল্প কিছু ডাউনলোডও করতেসে। কী করি?
কমোডো ইন্টারনেট সিকিউরিটি ইন্সটল করলাম। এইটা থেকে কিছু উপকার হল। দুটা কী যেন ভাইরাস ধরল। চেস্টে পাঠালাম। ওখান থেকে ডিলিট করলাম। এটা ট্রাফিক দেখায়। দেখি svchost.exe নামের একটা ফাইল ৯৩% ট্রাফিক দখল করে আছে। এইটাকে ডিলিট মারলাম কমোডো দিয়া। আপলোড স্পীড ১১ থেকে কমে এখন ৭ হইছে। তাও কী যেন আপলোড হচ্ছেই।
একটু পর পর এরর ম্যাসেজ আসে যে, svchost.exe ঠিকমত কাজ করতে পারতেছে না।
ইন্টারনেট কানেক্ট করার পরেই, একটা ৩৫০০২.exe নামের একটা জিনিস এক্সেস চায়। কমোডো দিয়া দেখলাম আর কী। এইটাকে এক্সেস না দিলে ব্রাউজার কাজ করে না। আরেকটা দেখি রেজিস্ট্রি ফাইল চেঞ্জ করতে চায়, এইটাকে এক্সেস না দিলে আইডিএম দিয়ে ফাইল নামানো যায় না। ডিসকানেক্ট দেখায়।
কমোডো আবার আপডেট হয় না। থেমে থাকে। দিসি বাদ দিয়া।
এখন কী করি?
সি ড্রাইভ ফরম্যাট দিয়া কাজ হবে না। কারণ, এখানে ডকুমেন্ট থেকে গেমের সেইভ ফাইল অন্য ড্রাইভে সরালে সেখানে ত ভাইরাস চলেই গেল। বা, নতুন উইন্ডোজ আনার পরেও, হার্ডডিস্কে ভাইরাস থেকেই যাবে। এন্টিভাইরাস ত ধরতে পারছে না। উপায় কী?
পুরান অভিজ্ঞতা থেকে নরটন ইন্সটল করতে চাই না। কারণ, এইটা আনইন্সটল করলে কোন দিন যায় না।
এভাসটকে বুট টাইম স্ক্যানের জন্য ভালা পাইতাম। কিন্তু এখন কাজে আসল না।
ম্যাকাফি সম্পর্কে ধারণা নাই। মানুষ পাত্তা দেয় না।
এভিজি থাকা না থাকা একই ব্যাপার।
এভিরা আছে কী না বুঝাই যায় না।
ক্যাসপার স্কি আমারে স্লো কইরা দেয়।
তাইলে করুম কী ?????????
আপনারা যা বলবেন, তাই-ই করব।
শুধু ফরম্যাট করতে বইলেন না।
একটু পর পর উইন্ডোজের এরর রিপোর্ট আসে।
কী করব এখন? কোথায় যাবো??
ভাইরাস ত আমার সর্বনাশ করে ছাড়ল। লম্পট ভাইরাস।
এখন কী করব?