মা ওরা আমায় হাসতে দেবে না
আমার হাসিতে নাকি খোদা নারাজ হন
পৃথিবীর মানুষগুলো কলংকিত হয়
নরকের অগ্নি হাসে, বন্ধ হয় জান্নাতের দরজা।
মা ওরা আমায় গাইতে দেবে না
আমার গানে নাকি মহাপাপ হয়
পৃথিবীর মানুষগুলো নোংরা হয়
উন্মাদ হয় সব শয়তানের চেলা।
মা ওরা আমায় নাচতে দেবে না
আমার নাচে নাকি বিধাতা লজ্জা পান
পৃথিবীতে শুরু হয় ভয়ংকর কম্পন
ভয় পেয়ে যায় সব ফেরেশতারা।
মা ওরা আমার হাসি আনন্দে,
প্রানখুলে চিৎকার দিতে দেবে না।
এতে নাকি পৃথিবী শংকিত হয়
মাঠের ফসল পুরে খাক হয়
মাটি হারায় ফসল ধারণ ক্ষমতা।
মা ওরা আমায় সত্য বলতে দেবে না
এতে নাকি জগন্য পাপ হয়
ধর্মের আতে ঘা হয়
ক্যান্সারে আক্রান্ত হয় ভয়ংকর ধর্ম সভ্যতা।
মা তবে কেন আমায় নিয়ে এলে
এই অপরূপ সুন্দর পৃথিবীতে
শত অন্যায় আঘাতে দগ্ধ হব
শুধুই কি নারী বলে?
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০০৯ রাত ১২:৫৩