এতোটাও ভালোবাসিনা
কিন্তু ততটুকু ভালোবাসি যতটুকু ভালোবাসলে,
তুই মন খারাপ করলে, পৃথিবীজুড়ে আধার নামে।
তুই কথা না বললে, পৃথিবীজুড়ে শুন্যতা নামে।
তুই না হাসলে, পৃথিবীজুড়ে মন খারাপ নামে।
তুই কাছে না থাকলে, পৃথিবীজুড়ে একাকীত্বতা নামে।
আমি হয়তো এতোটাও ভালোবাসিনা।
ততটুকু ভালোবাসি যতটুকু ভালোবাসলে,
স্বয়ং ভালোবাসারই হিংসা হয়
রাতজেগে সমুদ্রতটে সূর্যোদয় হয়
মেঘকেটে নীলাকাশের দিন হয়
মাঝ নদীতে জ্যোৎস্নাময় রাত হয়।
আমি হয়তো এতোটাও ভালোবাসিনা।
ততটুকু ভালোবাসি যতটুকু ভালোবাসলে,
তুই আসবি বলে, বৃষ্টির অবারিত ঝর্ণা হয়।
তুই শুনবি বলে, প্রভাতফেরির গান হয়।
তুই দেখবি বলে, রক্তাত গোধূলিলগ্ন হয়।
তুই ভালোবাসবি বলে, ভালোবাসারও ভালোবাসতে ইচ্ছে হয়।
আমি হয়তো এতোটাও ভালোবাসিনা।