নগর শহর জুড়ে শুধু তোমার জন্য হাহাকার
লেড লাইট জ্বালিয়ে হলুদ আলোর হাহাকার।
সারাদিনের অফিসে, ফাইলের চাপে
সন্ধ্যায় বাসায় ফিরে, চায়ের কাপে
রাত্রের ফুটবল ম্যাচে, ক্ষণিকের স্নায়ুচাপে
তোমারই হাহাকার।
কুয়াশা ভেজা সকালে রৌদ্রের হাহাকার
শহরতলির এক নীরব গলিতে
দেবদারু গাছের নিরীহ সাড়িতে
সংসদ ভননের দক্ষিণ প্লাজাতে
নীলক্ষেতের বইয়ের দোকানেতে
তোমারই হাহাকার।
নতুন কুড়ির মাঝে ঝড়ে যাওয়া পাতার হাহাকার
হাজার রকমের আলোর মাঝে অন্ধকারের হাহাকার
ফোনের ওপাশে তোমাকে রেখে ঘুমিয়ে যাওয়া
স্বপ্নের ফেরীতে তোমাকে খুঁজে না পাওয়া
ঘুম ভেঙ্গে তোমার ভেজা চুল দেখতে না পাওয়া
তোমারই হাহাকার।
বৃষ্টিভেজা সন্ধ্যায় রক্তিম সূর্যের হাহাকার
ট্রাম অকারণে থেমে গেলে
চশমার গ্লাসে পানি জমলে
নিকোটিনের অবাধ্য জালে
ধুলোবালি জীবণ থেমে গেলে
তোমারই হাহাকার।