ব্রাজিলিয়ান ফুটবলার সক্রেটিস ২০১১ সালের ৪ই ডিসেম্বর সাতান্ন বছর বয়সে মারা যান । যিনি ছিলেন একাধারে ফুটবলার , ডাক্তার এবং এক্টিভিস্ট । সর্বকালের অন্যতম সেরা এই মিডফিল্ডার ব্রাজিল দলের হয়ে ২২ গোল করেছেন । ব্রাজিল জাতীয় ফুটবল দলের নেতৃত্ব দিয়েছেন ১৯৮২ বিশ্বকাপে ।
করিন্থিয়ানের হয়ে খেলার সময় সক্রেটিস করিন্থিয়ানের গনতন্ত্র সংহত করার লক্ষে কাজ করেন । তার নেতৃত্বগুনে খেলোয়াড়েরা টিম ম্যানেজমেন্টের নিয়ন্ত্রন নিজেদের কব্জায় নিতে সক্ষম হয় এবং একই সাথে তৎকালীন ব্রাজিলের ডানপন্থী সেনা স্বৈরশাসকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলেন । তিনি পরবর্তীতে সরকারকে এই মর্মে আল্টিমেটাম দেন যে তিনি ইতালিতে খেলতে যাবেন যদি সরকার ঘোষিত নির্বাচন স্থগিত করে । সরকার পরে নির্বাচন করার জন্য সংবিধানের সংশোধনী বিল পাশ করা থেকে বিরত থাকে ফলশ্রুতিতে তিনি ফিরেন্তিনায় খেলতে যান ।
যখন তিনি সেখানে পৌঁছান তাকে জিজ্ঞেস করা হয় রিভেরা এবং মাজুলা এই দুই ইতালিয়ান খেলোয়াড়ের মাঝে কাকে তিনি বেশি শ্রদ্ধা করেন । জবাবে তিনি জানান তিনি তাদের কারোর নামই শুনেননি । খেলার বাইরে তিনি মুলত দুইটা বিষয় নিয়ে সেখানে সময় কাটাচ্ছেন । অরিজিনাল ভাষায় গ্রামসির বইপড়া এবং ইতালিয়ান শ্রমজীবী শ্রেণির ইতিহাস পাঠ করা । আন্তেনিও গ্রামসি ছিলেন একজন বিখ্যাত ইতালিয়ান মার্ক্সসিস্ট যিনি মুসোলিনির স্বৈরশাসনের সময় বন্দি অবস্থায় মারা যান ।
সক্রেটিসের মৃত্যুর দিনেই করিন্থিয়ানরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পৌছায়। খেলা শুরুর আগে করিন্থিয়ানের খেলোয়াড়েরা কব্জি উচু করে ধরার সক্রেটিসের চিরচেনা ভঙ্গিটি উপস্থাপন করে তাকে স্মরন করেন ।
.
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৫