কতো যে বিনিদ্র রাত কাঁটে অদ্ভুত ভাবনায়!
আচ্ছা! দূরের আকাশ বল তো; একি আমার পাগলামি?
নাকি আমার পূর্ণতা মনের শূন্যতা?
আমার চতুর্দিকে আদুরে স্বপ্নেরা যে খেলা করে।
ঐ দূরের রূপোলী চাঁদ, দূর গাঁওয়ের মেঠোপথ,
ঝোপের অন্ধকারে লুকোচুরি খেলা জোনাক,
রাতের সহস্র কোটি তারার ঝিকিমিকি আলো,
আর হঠাৎই আকাশ মাটির এক মেলবন্ধনে
আবদ্ধ করা টিনের চালে বৃষ্টির রিমঝিম সুরেরা
আমায় মোহাবিষ্ট জ্বরের কাঁপনে নিমেষেই জড়োসড়ো করে দেয়!
কোন সে আশায় কোন সে আশঙ্কায় আমি রাত্রিময়
জানালার গ্রীলে দাঁড়িয়ে দেখি রাতের আকাশ!
আর কালোজ্বরের রোগীর ন্যায় বিড়বিড় করে বলি;
"ওগো আকাশ তুমিও কি অসীম শূন্যতায় ভোগো?
আমার মতোন নির্ঘুম একাকী জেগে থাকো?
রাত পাহারা দাও তোমার বুকে সহস্র নীহারিকাপুঞ্জ,
রূপোসী চাঁদ ও মেঘমালার আশ্রয়ণ হয়েও?"
বলি; এবার অনেক হয়েছে রাত!
আকাশ তুমি এবার ঘুমাও পূর্ণতা বুকেও
শূন্যতা নিয়ে ঠিক আমার মতো করে!
আমারওতো সবই আছে তোমার মতোন;
তবুও যেন সব থেকেও আমার কিছুই নেই!
জানি হবে,হবেই অবসান একদিন এর.....
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৪