এসেছিলাম একবার কবিদের ভিড়ের মাঝে হারিয়ে যেতে
হাজার কবিতার খোরাক নিয়ে মুঠো ভরে।
এতে ছিলনা দুঃখ, নয় সুখ, নয় আনন্দ ও
ছিলনা কোনো বিরহের বাণী।
তবে এতে ছিল ভিসুভিয়াস ও ফুজিয়ামার মতো
অন্তর্জ্বলা অনল নিভানো কথামালা,
ছিল সাহারার তপ্ত মরুর বুকে
শীতল আল্পসের বরফের মতোই
জমাটবাঁধা শব্দের মিলনগাথা,
ছিল ঝরঝর নায়াগ্রার জলপ্রপাতের মতোই ধ্বনির ব্যঞ্জনা।
কলকল ছলছল মুখরতায় ভলকা ও
হোয়াংহোর মতোই ছিল বর্ণের সমাগম.....
কিন্তু হঠাৎ যেন এতে লাগলো তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস!
নিমেষেই হুড়মুড় করে ছুটোছুটি,
শুরু হলো মনে মনে দ্বন্ধ ও রেষারেষি!
অদৃশ্য গুলিতে ধুলোয় লুটিয়ে পড়ল বর্ণছেড়া শব্দেরা,
হিরোশিমার ধ্বংসস্তুপের মতোই আহত হলো কথামালা,
আর নৃশংস হত্যাযজ্ঞে নিহত হলো কবির সুপ্ত কবিতারা।
শেষে রচিত হলো নিষিদ্ধ এক কবিতার শেষ শ্লোকে শোকগাঁথা!
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৬