সে অনেকদিন আগের কথা। প্রথম বছর যখন আবহা আসি, তখন থেকেই ফারাসানের কথা শুনে এসেছি। কিন্তু কোনভাবেই সেখানে যেতে পারছিলাম না।
ফারাসান আইল্যান্ডস মূলত ছোট বড় ৮৪ টি দ্বীপ নিয়ে তৈরি একটি দ্বীপমালা। বড় দ্বীপটিকেও ফারাসান বলা হয়। রেড সী’র এই দ্বীপটি টুরিস্টদের অন্যতম আকর্ষণ। ফারাসান তার অপরূপ সৌন্দর্য্য আর স্বচ্ছ নীল জলের জন্য বিখ্যাত। এটি জিজান থেকে মাত্র ৫০ কিমি দূরে। আমাদের আবহা থেকে ৪/৫ ঘন্টার ড্রাইভ।
এত কাছে হলেও সেখানে যাওয়াটা এত সহজ নয়। দিনে মাত্র ২ টি জাহাজ সেখানে যাওয়া আসা করে। তাই টিকিট পাওয়াটা অমাবস্যা’র চাঁদের মতোই। টিকিট যদিও বা থাকে, সৌদিরা প্রেফারেন্স পায় সবার আগে। আর জাহাজে করে গাড়ী নিতে চাইলে ফারাসান যাওয়া আর ভাগ্যে হবে না। গাড়ী ছাড়া সেখানে যাওয়াও যাবেনা। পুরো দ্বীপে কোন ট্রান্সপোর্ট সুবিধা নেই, তাই ব্যক্তিগত যানবাহনই একমাত্র ভরসা। ... এত এত অসুবিধার মাঝে সেখানে গত ৪ বছরেও যাওয়া হয়ে উঠেনি।
কিন্তু আমাদের প্রচেষ্টা থেমে ছিল না। প্রতি বছরেই আমরা সুযোগের অপেক্ষায় থাকতাম। এ বছর বেশ কয়েকবার চেষ্টা করা হল। উসামা, হাবিব স্যার ও আযম ভাই আলাদা আলাদাভাবে অগ্রিম টিকিটের জন্য চেষ্টা চালালেন, কিন্তু লাভ হলনা। আশা যখন ছেড়ে দিচ্ছিলাম, তখন মোশতাকভাই খুশীর সংবাদটি জানালেন। ওনার পরিচিত এক সৌদি স্টুডেন্টের সাথে কথা হয়েছে, সে সেখানে নিয়ে যেতে পারবে। কিন্তু সমস্যা হল অন্য জায়গায় – ছেলেটির গাড়ীতে আমরা মাত্র ২ টি ফ্যামিলি যেতে পারব। সবাইকে নেয়া সম্ভব হবে না। তারপরও মোশতাক ভাই সবার সাথে যোগাযোগ করলেন, কিন্তু কেউই যেতে আগ্রহী হল না।
আমি শেষ দিন পর্যন্ত দ্বিধায় থেকে রাজী হয়ে গেলাম। সবাইকে নিয়ে যে আনন্দ তা হয়তো হবে না, কিন্তু ফারাসান যেতে না পারার বাঁধাতো ঘুচবে।
ছবি: ইন্টারনেট
(চলবে)