১ম পর্ব
২য় পর্ব
৩য় পর্ব
৪র্থ পর্ব
৫ম পর্ব
৬ষ্ঠ পর্ব
৭ম পর্ব
৮ম পর্ব
The Elephant Rock
মাদায়েন সালেহ দেখে আমরা The Elephant Rock দেখার জন্য যাচ্ছি। মনের মাঝে তখনও সালেহ (আঃ) ও সামূদ জাতির পরিণতির কথা ঘুরপাক খাচ্ছিল। শিমু বলছিল সে নাকি হঠাৎ করেই ভয় পেয়েছিল। চারপাশের নীরবতা আর তার মাঝে সামূদীয় কবরগুলি তাকে ভয় পাইয়ে দেয়।
যুগে যুগে কেন বিভিন্ন জাতিকে ধ্বংস করা হয়েছে? এর উত্তর পাওয়া যায় পবিত্র কোরআনে। এই ধ্বংসপ্রাপ্ত জনপদসমূহ এখন আমাদের জন্য নিদর্শনসরুপ। আমরা যাতে শিক্ষা নিয়ে আল্লাহ’র পথে সুদৃঢ় থাকতে পারি।
আর তোমার প্রতিপালক এমন নন যে, জনপদসমূহকে অন্যায়ভাবে ধ্বংস করে দিবেন, অথচ ওর অধিবাসী সৎকাজে লিপ্ত রয়েছে। (সুরা হূদ-১১৭)
রাসূলদের ঐ সব বৃত্তান্ত আমি তোমাদের কাছে বর্ণনা করছি, এর দ্বারা আমি তোমার চিত্তকে দৃঢ় করি, এর মাধ্যমে তোমার কাছে এসেছে সত্য এবং মুমিনদের জন্য এসেছে উপদেশ ও শিক্ষনীয় বানী। (সুরা হূদ-১২০)
অবশ্যই এতে নিদর্শন রয়েছে পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য। (সুরা হিজর-৭৫)
Elephant Rock মাদায়েন সালেহ হতে প্রায় ৫ কিমি দক্ষিণে। আমার সন্দেহ হচ্ছিল ড্রাইভার ঠিকমত চিনে যেতে পারবে কিনা। পথে যেতে যেতে দু’পাশে সবুজ ফসলী ক্ষেত চোখে পড়ল। সাঈদ একটি ফার্মে যেতে চাইল। ফার্মে বাংলাদেশি ও পাকিস্তানিরা কাজ করছিল। আমরা ঘুরে ঘুরে দেখলাম। লেবু আর মাল্টা গাছে ফল বোঝাই। পাশেই বিস্তীর্ণ খেজুর বাগান।
এক জায়গায় দেখলাম কয়েকটি ছাগল। একেকটি আমাদের দেশের গরুর বাছুরের সমান। শরীরের বোটকা গন্ধে আশে পাশে যাওয়াই গেল না। ড্রাইভার জানাল এই একেকটি ছাগলের দাম নাকি ১ লাখ থেকে ১০ লাখ রিয়াল। আমরা অবাক হলাম, কারন কি? জানলাম এদের নাকি জন্ম বৃত্তান্ত লিপিবদ্ধ আছে, প্রত্যেকের আলাদা আলাদা কোষ্ঠী আছে। এদের বাবা, দাদা, বড় দাদা সবই নাকি জানা, তাই এত দাম। যার ব্লাড লাইন যত বেশী সমৃদ্ধ তার তত বেশী দাম। আরবে উটের ক্ষেত্রেও একই নিয়ম।
আমার ধারনা ভুল প্রমাণ করে ড্রাইভার আমাদেরকে Elephant Rock কাছে নিয়ে গেল। মূল রাস্তা থেকে অনেক ভেতরে যেতে হয়েছে। বিশাল হাতিটি দেখে আমরা বাকরুদ্ধ। প্রকৃতির বিচিত্র খেয়াল। হাজার বছরের পরিক্রমায় এখানকার নরম পাহাড় বালুঝড়ের আঘাতে ক্ষয় হয়ে হাতি’র আকৃতি পেয়েছে। পাশেই আরেকটি পাহাড়ে দুটি মুর্তি খোদাই করা। আমার ক্যামেরা নষ্ট থাকায় মোবাইল ফোন দিয়েই ছবি তুললাম। কিন্তু যে ছবিটি তুললাম তা সত্যিই অসাধারন।
The Elephant Rock
পেছন থেকে
পাহাড়ে খোদাই করা মুর্তি
সবার পেটই চো চো করছিল। মাদায়েন সালেহ পানি ছাড়া আর কিছু খাইনি। অনেক খুঁজে আল-উলা’য় একটা রেস্টুরেন্ট পেলাম। আল-উলা যেন এক ভুতুড়ে নগরী। মানুষজনের দেখা নেই। সবাই আল-ফাহাম নিলাম, অমৃতের মতো লাগলো। খাওয়া শেষে মদীনা রওনা হলাম।
মদীনা আসতে আসতে রাত হয়ে গেল। মসজিদে নববী’র কাছাকাছি আসতেই আলো ঝলমলে একটি বিল্ডিং চোখে পড়ল। ড্রাইভার তা দেখিয়ে বলল, ‘এটা মদীনা রেল স্টেশন, অটোমানদের তৈরি যারা মাদায়েন সালেহ’র রেল স্টেশনটি তৈরি করেছিল।’ রেল স্টেশনটি সাজিয়ে রাখা হয়েছে। ভাগ্যগুনে শেষ অংশটিও দেখা হয়ে গেল।
অটোমান রেল স্টেশন, মদীনা
একদিন পরে আমরা সবাই মক্কা যাই। ফজরের নামাজে আমি ও সাঈদ পাশপাশি দাঁড়িয়েছি। ইমাম সাহেব সুরেলা কন্ঠে ‘সুরা হিজর’ তেলাওয়াত করলেন। ‘সুরা হিজর’ এ সালেহ (আঃ) ও সামূদ জাতির কথা বর্ণনা করা হয়েছে।
হিজরবাসীগনও রাসুলদের প্রতি মিথ্যা আরোপ করেছিল। (সুরা হিজর-৮০)
তারা পাহাড় কেটে গৃহ নির্মান করতো নিরাপদ বাসের জন্য। (সুরা হিজর-৮২)
অতঃপর প্রভাতকালে এক বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করলো। (সুরা হিজর-৮৩)
(শেষ)
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭