এই সভ্য সমাজের হৃদয়ে ওরা অন্তর্হিত
অসভ্যতা ওদের কাছে পরাজিত,
ইতরের দল, জানোয়ার অথবা নর্দমার হিংস্র শুয়োর,
ওরা মানুষরূপী, ওরা ইবলিশের দোসর।
আমি খুঁজছি, আমাকে কেউ সাহায্য করবে,
একটি, একটি মাত্র শব্দের যোগান দিবে,
ঘৃণা প্রকাশের সর্বোচ্চ স্তরে যে অবস্থিত,
অসহায়ত্ব কিংবা কাপুরুষত্ব বলতে পার কে সর্বশ্রেষ্ঠ?
আমি লজ্জিত নই, অক্ষম নই, আমি ওদের অংশ,
সমাজ, প্রতিবেশী, বন্ধু নয়তো ওদেরই বংশ,
লজ্জা এখন লজ্জিত নয় এই বোধ হারিয়েছি বহুকাল আগে,
হে পরিত্রাতা! আসছ না কেন? পথ চেয়ে আছি তোমারই পানে,
ভদ্রবেশী নোংরামি, বর্বরতার অবশেষে,
কত দেরীতে কখন তুমি আসবে?
এসো! এসো হে প্রভু, যে ভাবেই তুমি আসো,
ধ্বংসীল ঝড়ো বাতাস নয়তো ভূমিকম্প অথবা যে কোন বেশে আসো।
এই জঘন্যতা, এই পঙ্কিলতা, এই যে নরক ধ্বংস কর একে,
সতেজ কর আত্মা, বাঁচিয়ে আমাদের, বাঁচাও এই সমাজকে।
পাপের রাহু গ্রাস, অন্যায়ের লীলাখেলা, ভণ্ডামির মায়াজাল ছিন্ন করে,
তুমি আমি আমরা, এসো বাঁচি, বাঁচি নবতরে।