সাতই মার্চ একটি আগ্নেয়গিরির অগ্নিদাহ
অনলবর্ষী অগ্নিদেবতার গণকন্ঠ হতে..
ইতিহাসের পাতায় পাতায়
ব্রিটিশ পিরিয়ড থেকে পাকিস্তানি অপশাসনের
আপোষহীন ব্যবচ্ছেদ করে
শোষিত নির্যাতিত সাড়ে সাতকোটি বুকের ক্ষোভ
আর ক্ষতবিক্ষত মনের ভাষা বুঝে
তিনি উচ্চারণ করেছিলেন
"কি পেলাম আমরা?"
আর তাই বাংলার রাজপথে রঞ্জিত শহীদ ভাইদের
বুকের তাজা রক্তের ঋণ শোধ করতে,
একটি পতাকা, একটি মানচিত্র, একটি বাংলাদেশের
হাজার বছরের শোষিত জাতির মুক্তির জন্যে
সম্মোহিত জনতাকীর্ণ রেসকোর্স হতে
উচ্চারিত হল শ্রেষ্ঠ হতেও শ্রেষ্ঠতর কবিতা _
"এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম"।
ছবি- গুগল
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৫