হে হংস-বলাকা,
ঝঞ্ঝা-মদরসে মত্ত তোমাদের পাখা
রাশি রাশি আনন্দের অট্টহাসে
বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে.......
-রবী বাবু (বলাকা)
কবিগুরুর বলাকা কবিতাটি পড়েই ভাবলাম হংস সে কবি মনে এত দাগ কেটে গেল কেন? কারণ অনুসন্ধানে একটু হংস-বলাকা খুঁজে দেখি। গুগল করতেই এই হাঁস মহোদয় এলেন ডানা মেলে। ডানায় তার বাহারিয়া ফুল,মিষ্টি রোদের গন্ধ! আহা, এ যেন এক অনিন্দ্য সৌন্দর্য আধার! তাই কবিতা ভুলে আজ ডুবে গেলাম হাঁসের জগতে। সাথে বুঝে নিলাম রবি বাবুর বলাকার জন্যে এত উদার স্তুতির কারণ! তাই গুরুদেবের প্রতি সন্মান জানিয়েই এই বলাকাকুলের সাথে আপনাদের ভাব করিয়ে দিই, একে একে পরিচয় করিয়ে দিই।
ইনি আমাদের সুপরিচিত খাকি ক্যাম্পবেল ডিম আর মাংসের জন্য বিখ্যাত। বছরে ২৫০ ডিম আর দ্রুত দৈহিক বৃদ্ধির জন্য তিনি সকল দেশেই জনপ্রিয়। রেস্তোরার খাবার টেবিলের বেশির ভাগ হংস এই জাতের।
ছানাপোনা সমেত খাকি ক্যাম্পবেল .....
একটি বিশেষ ভঙ্গীমায় খাকি সাব। মনে হয় মিসেস খাকি ছবিটি তুলছিলেন আর বলছিলেন-
মাটির আকাশ-‘পরে ঝাপটিছে ডানা,
মাটির আঁধার-নীচে কে জানে ঠিকানা
এই ভদ্র হংস মহোদয়ের নাম মালার্ড
বাহারি ডানার তেলেসমাতি, ইনারে স্পেশাল করেছে। এমন ডানা দেখে তবেই কি গুরু বলেছিলেন-
হে হংস-বলাকা,
আজ রাত্রে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা।
শুনিতেছি আমি এই নিঃশব্দের তলে
শূন্যে জলে স্থলে
অমনি পাখার শব্দ উদ্দাম চঞ্চল।
শুধু কি ডানা, হাটার স্টাইলেও ইনি বাহারি মফেল আই মিন মডেল ফেল....
জলবিহার......
এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি
সুদূরের লাগি,
হে পাখা বিবাগী।
বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে–
“হেথা নয়, হেথা নয়, আর কোন্খানে।”
ইনি মি. রানার, ইন্ডিয়ান রানার (০০৭)
ঘোরাঘুরি দলবেঁধে ভাই, বন্ড বুঝতে হবে....
দেখিতেছি আমি আজি
এই গিরিরাজি,
এই বন, চলিয়াছে উন্মুক্ত ডানায়
দ্বীপ হতে দ্বীপান্তরে, অজানা হইতে অজানায়।
তবে কি জুনিয়র রানার... দেখেই গুরু বলেছিলেন-
মনে হল এ পাখার বাণী
দিল আনি
শুধু পলকের তরে
পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে
বেগের আবেগ।
বাহ! জুনিয়র রানার!
ইনাদের নাম মি. পিকিং
সুইমিংপুল ছোট তো কি,আমাদের ফুর্তি বিশাল....
ইনি ক্রেস্টেড পিকিং.....
জল তরঙ্গ ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলিয়া যান....
ঝাঁক ঝাঁক ঝুঁটিওয়ালা এক হয়ে গাইছে প্যাঁক প্যাঁক ---
ওই পক্ষধ্বনি,
শব্দময়ী অপ্সর-রমণী
গেল চলি স্তব্ধতার তপোভঙ্গ করি।
উঠিল শিহরি
গিরিশ্রেণী তিমির-মগন
শিহরিল দেওদার-বন।
......
লাল চঞ্চুপুট মি. মাস্কাভি...
থ্রি মাস্কাভিয়ার....
আলফা টিম
চার্লি টিম
বিগ মাস্কাভি মাম্মি
শুনিলাম আপন অন্তরে
অসংখ্য পাখির সাথে
দিনেরাতে
এই বাসাছাড়া পাখি ধায় আলো-অন্ধকারে
কোন্ পার হতে কোন্ পারে।
ধ্বনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখার এ গানে–
“হেথা নয়, অন্য কোথা, অন্য কোথা, অন্য কোন্খানে।”
বিশ্বাস না হলে কিছু করার নেই। ইনি রংগিলা মান্দারিন! কবুতর বা জংগল ফাউল নয়!
রংগিলারে.....
ও পাখি তোর যন্ত্রণা.....
এই পর্বের স্পেশাল মাসালাঃ- বিবাহ
বিবাহ এমন আয়োজন করে দিলে ইনারা ডবল কুসুম ডিম দেয় বলে বিশেষজ্ঞ মহলের মতামত(ব্যাখ্যা আমার কাছে চাইবেন না প্লিজ হা হা হা
এই পর্বে আর নয়। পরের পর্বেই খাওয়া দাওয়া থাকবে....... বাই বাই....
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪০