এই যে এখানে আমি
শব্দের কোলাহলে
টুপটাপ বৃষ্টির গানে, নীরবচারী নিনাদ,
তবু জাগ্রত মিষ্টিচোখ-
এভাবেই আমি মোহাচ্ছন্নতায় ডুবেছি,
তোর ভোরের কোলাহলে
স্মৃতি মায়াময়ী কোলাজে আকা দলছুট
সব পাখিরা জাগ্রত আজো!
উড়ে চলে কালের পর কাল
স্মৃতি ডালের এই নীড়ে সেই নীড়ে।
এভাবেই কেটে যায় কয়েকটি শতাব্দী
টিকটাক টিকটাক ছন্দে ছন্দে,
ভোরের সিধ কেটে ঘরে ভাসে
একটুকরো মেঘের নগর।
আমি তো একাকীই ছিলাম বেশ,
তবুও প্রথম মেঘেরডাক শুনেই
গুবাক সারির মত ওই চোখের
পাপড়ির বাগান দেখে,
আমি হতে চেয়েছিলাম, ভোরের ধ্রুবতারা।
হতে চেয়েছি কিছুটা ক্লান্তজল,
হতে চেয়েছি তন্দ্রাহত রাত,
হতে চেয়েছি ভোরের ডাহুক পাখি।
আবছা আলোতে, নক্ষত্রের মঞ্জুরীর
মত তোর খোঁপার বেলি,
ভুলেছি আমার মনের গলির পথ, ভুলে গেছি যত
শ্রাবনের টুপটাপ ঝরা বৃষ্টির গান,
তোরি প্লাবনে ভেসে গেছে যাক
শ্রাবনের ধারার বান!
ক্ষতি নেই, ভেসে যাক আমার সাধের
ডিঙি নাও,
ক্ষেতের পাড়ে খেলছে স্মৃতি, অঝোর
ঝরে যাও।
তুই প্লাবন, তুই জল,
এই ধু ধু চরে বয়ে নিয়ে এলি সহসা
নদী টলমল টলমল!
সোদা সোদা ভুরভুরে মাটির গন্ধে
ক্রমশ ভারী হয়ে ওঠা চারিপাশ,
কেওড়া বনের কদমফুলের জলবিন্দুটির মত;
তোর ওই চোখের তারার বনে,
দেখেছিলাম প্রথম শ্রাবণমাস,
প্রথম বৃষ্টিকনা, প্রথম ঘন মেঘ আর
প্রথম মহাপ্লাবন!!
দিগন্ত বিস্তৃত ওই সূদুর সমুদ্রজলে
ডুবে যাওয়া সুর্যের মত,
আমি ডুবে গেছি গহীন জলের তলে!
মিলনের মহাপ্লাবনের বুদবুদে
বন্দি বায়বীয় কনার সাথে বন্দিনী
স্মৃতির মেঘেরা আজকাল ভেসে ভেসে
ওঠে এই প্লাবন জলে।
ঘনকাল মেঘের আঁচলে
সৌদামিনীর চপলা চাহনি,
থেকে থেকে জাগে প্লাবন জলে।
আমি একা দাঁড়িয়ে রই
মেঘবালিকার ভেলার কোলে।
বসে বসে ভাবি,
এই দুয়ার খুলে
তুই এলি বলে,
ভাবি, এই ভাসবি বুঝি
আমায় নিয়ে শ্রাবন জলে।
ভাবি, চোখের কনার অশ্রুমুছে
বলবি আমায় পাগলছেলে,
প্লাবন দেখে কেউ কি কেঁদে ফেলে!
বলবি, এতদিন মানঅভিমানের শতসহস্র
সব জলকবিতা,
বিন্দু বিন্দু করে যা জমিয়েছিস
ওই চোখের ঘন আসমান কোলে,
গর্জে ওঠ, ঝরিয়ে ফেল আমার প্লাবন জলে!
সবভুলে গিয়ে
আমিও তখন ছন্দ তুলে;
কোরাস গাব দিল খুলে হায় জগৎ ভুলে!
তাই, এমন দিনে ঝরবে বলে
মেঘ ভাসিল হেলেদুলে।
যা ঝরে যা,তাকধিনাধিন ময়ূর ডানায় পেখম মেলে;
কুমড়ো বনে; মাধবী লতায়; ফিঙে ফুলে।
ঝিরঝিরিয়ে দে ভিজিয়ে দুষ্টু ছেলে,
ফোটায় ফোটায় যা ঝরে যা প্রিয়ার গালে!
রুমঝুমাঝুম তা থৈ তা থৈ দ্বৈত তালে!
ছবিঃ গুগল
উৎসর্গঃ প্রথম সেই বৃষ্টি ফোটাকে যাকে অনুভব করেছি গভীরভাবে।
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২