না ফোটা এমন অনেক দুঃখী ফুল দেখেছি আমি,
দেখেছি তাদের রক্তকমল লাল টকটকে পুষ্পবৃন্ত।
দেখেছি তাদের অনাথনিবাস,
পুকুরপাড়ে আনমনে বসে,
ডালিম গাছের তলে,
বড় অভিমানী, বেণীগাঁথুনী ফুটেছে হেলেদুলে।
মাঝেমাঝে ওরা নেমে আসে অথই দিঘির জলে,
কিশোরীবালার কেশের শোভা পাপড়ি ডানা মেলে।
দেখেছি আমি শতেক ফুলকে লুটায়ে পড়েছে বনে,
পুষ্পকোমল ধুলি মেখে তবু দাগ দিয়ে গেল মনে।
হোক না সে ফুল ধুলিমাখা পথে,
তবু সন্ধ্যারাগের টান,
বারবার আমি ফিরে ফিরে যাব
জুড়াইতে মনপ্রান।
ছবিঃ গুগল।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪