এই গান গাওয়ার জন্য অনেক আগেই ফকির লালকে বুক করা হয়েছিলো। কিন্তু ফকির লালের আসতে দেরি হচ্ছিল, কারণ ঢাকার অদুরে রেল লাইন ডুবে গেছে পানিতে। তাই আমরা ব্লু-টুথ পদ্ধতিতে হ্যারিকেন জ্বালিয়ে ফকির লালকে খোজঁতে বের হই একটা আমড়া কাঠের নৌকা নিয়ে। ফকির লালের আসতে দেরী দেখে নিচের কবিতার সুরে ফকির লালকে ডাকতে থাকিঃ-
"ফকির ফকির ডাক পাড়ি,
ফকির মোদের কার বাড়ি,
আয় ফকির মঞ্চে আয়,
গান গেয়ে তুই বাড়ি যা।"
এই কবিতা শোনার পর বিমানবন্দর স্টেশন পেরিয়েই ট্রেনের জানলা দিয়া মাথা বাইর কইরা ফকির লাল গাওয়া শুরু করলেন নিন্মরুপে:-
(এইখান থেকে কিন্তু ফকির লালের সুরে পড়তে হবে কইয়া দিলাম। )
চক্ষু দুইটা রাখছে খুইল্যা
তবুও কিছু দেহে না,
সারাদেশ ভাইস্যা গেছে
তাদের কিছু যায় আসে না।
জনগনের এত দুর্ভোগ
তবুও জাগে না তাদের চেতনা।
এই যে আমি ফকির লাল
আমার কি মন কাঁদে না??
কথায় কথায় বলে তারা
জনগনের সরকার,
জনগনের কল্যাণে যদি না লাগে
তাইলে তাদের কি দরকার??
আরো বলে তারা নাকি
ঘনতন্ত্রের ঝাড়ুদার,
গনেই যদি তন্ত্র না পায়
এমন গনতন্ত্রে কি দরকার??
৫% ভোট নিয়া
হইছে তারা সরকার,
চুরি, জারি, দখলদারি
করে ক্ষমতার অপব্যবহার।
চাইপ্যা ধইরে মুখ বন্ধ রাখছে
তোমার আর আমার।
দুই-দুইটা মেয়র আছে
এই ঢাকা শহরে,
সবগুলা কমিশনারই
এখন তাদের বহরে,
দেশ এখন ভাসতেছে
উন্নয়নের জোয়ারে!!
মানুষ কেন গালি পাড়ে
এমন সোনার দেশটারে!!
ছেলে বুড়া সবাই বলে
কি করলো সখিনা,
এইডাই তাইলে হেগোর লাইগ্যা
উন্নয়নের নমুনা,
বৃষ্টির পানিতে ভাইস্যা গিয়া
ঢাকা হইল যমুনা।
এই ব্যাটা ফকির লাল
অল্প কথায় মজে না,
ভালো কইরা দেশ চালা,
নাইলে তগোরে কেউ ছাড়তাম না।
[ছবিঃ ফ্রম গুগল। আর লেখার বিষয়বস্তুসহ, শিল্পীও কাল্পনিক। লেখায় সাধু, চলিত ও আঞ্চলিক ভাষার মিশ্রণ আছে। যদিও সাধু ও চলিত ভাষার মিশ্রণ দুষনীয়। কি করবো, ভিটামিন সি তো, না মিশে থাকতে পারি না। ]
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯