আগের একটা পোষ্টে লিখবো কিনা বুঝতেই পারতেছিলাম না, তাই লিখতে গিয়ে আটকে গেছি। পরে লক্ষ্য করলাম পাঠক সংখ্যা। বুঝলাম অনেকের আগ্রহ আছে এই বিষয়ে জানার। হয়ত আমার লেখা ঐ অনেকের মনের প্রশ্নের জবাব দিতে পারবে না, কিন্তু ২/১ জনের কিছু প্রশ্নের তো জবাব দিতেও পারে! অথবা এইটা পরে কিছু প্রশ্নের জন্মও হতে পারে। তাই সেই চেষ্টাতেই বলে ফেললাম, বিসমিল্লাহ্।
গত কিছুদিন আগে আমি GRE Revised টেষ্টে অংশ নিয়েছিলাম। তার পরিপেক্ষিতে কিছু অভিজ্ঞতা ও আমার করা ভুলগুলো নিয়েই মূলত পরবর্তি এই বিবরনী। একে অবশ্যই কেউ এক্সপার্ট বিবরনী ভেবে ভুল না করার অনুরোধ রইল।
যাই হোক, প্রথমেই আসি GRE কি?
এটি একটি Standard Test যা মূলত USA তে বিভিন্ন উচ্চ শিক্ষার জন্য ভর্তিতে অনেকগুলোর মাঝে একটি মাপকাঠি। মূলত বিভিন্ন পদ্ধতিতে পড়ে আসা ও বিভিন্ন গ্রেডিং সিস্টেমকে একি মাপকাঠিতে আনার জন্যই এটি করা হয়। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত ETS (Educational Testing Service) নামক একটি অলাভজনক প্রতিষ্ঠানের অধীনে এই টেস্ট প্রোগ্রামটি পরিচালিত হয়।
এখন আসি কেন দেব?
এটি আসলে নতুন করে কিছু বলার নেই। যারা চান USA তে গিয়ে উচ্চ শিক্ষা নেবেন তাদের অনেকের ভার্সিটির Requirement হয়ত থাকবে এই GRE.
এখন প্রশ্ন আসতেই পারে তাহলে Revised GRE (Graduate Recorded Examination) তা আবার কি?
GRE আগে ছিল কাগজে কলমে দেয়ার পরীক্ষা, যা Paper Based GRE নামে পরিচিত। এখনও এই সিস্টেম আছে, কিন্তু আমাদের দেশে তার কোন ব্যবস্থা নেই।
কালের পরিবর্তে GRE কাগজ ছেড়ে উঠে আসে কম্পিউটারে; চলে আসে Computer Adaptive Test বা CAT - এটি এমন একটি পদ্ধতি যার বৈশিষ্ট্য হলো, আপনার প্রতিটি প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করে পরের প্রশ্নটি আসবে। এতে আগের প্রশ্নের উত্তরের ভুল/শুদ্ধ হিসেবে আপনার মানদন্ড ঠিক করে ঐ অনুযায়ী পরের প্রশ্নটির সহজ বা কঠিন করা হবে আপনাকে। এইভাবেই পুরো প্রশ্নপত্রটি সাজানো হবে পুরো সয়ংক্রিয়ভাবে কম্পিউটারের মাধ্যমে। কিন্তু গত আগষ্ট ২০১১ থেকে আবারও GRE তে পরিবর্তন আনে ETS যার নাম দেওয়া হয় Revised GRE। এই ক্ষেত্রে Computer Adaptive Test বা CAT এর পরিবর্তে আনা হয় Section Adaptive Test বা SAT - এইক্ষেত্রে আগের মত প্রতিটি প্রশ্নের জন্যই আপনার মানদন্ড না ঠিক করে আগের সেকশনের উপর ভিত্তি করে পরের সেকশনের প্রশ্নগুলো সাজানো হবে।
এখন জেনে নেই GRE কত প্রকার ও কি কি?
GRE ২ রকমের হয়। GRE General Test ও GRE Subject Test (যেমনঃ GRE Physics, GRE Engineering প্রভৃতি)। তবে আমাদের দেশে শুধুমাত্র GRE General Test দেওয়া যায়; GRE Subject Test দেওয়ার কোন সুযোগ নাই।
এখন জেনে নেই কেমন হবে এই GRE এর প্রশ্ন?
Revised GRE তে আমরা ৫ থেকে ৬ টা সেকশন বা সেটে প্রশ্ন হবে যার মাঝে আমরা ৩ ধরনের সেকশন দেখি।
১। Verbal Reasoning
২। Quantitative Reasoning
এবং ৩। Analytical writing
সাধারনত ২টি করে Verbal Reasoning এবং Quantitative Reasoning সেকশন ও ১টি Analytical writing সেকশন আপনার জন্য বাধ্যতামুলক আসবেই। তবে ১টি Verbal Reasoning অথবা ১টি Quantitative Reasoning সেকশন Research অথবা Experimental সেকশন হিসেবে আসতে পারে। তবে Research অথবা Experimental সেকশন ২টা একসাথে আসার সম্ভাবনা নাই বললেই চলে। মুলত Research অথবা Experimental সেকশন হিসেবে ১টি Verbal Reasoning অথবা Quantitative Reasoning সেকশন আসবে যা মুলত ETS এর Research বা Experiment এর কাজে লাগবে। এই Research বা Experimental সেকশনের জন্য কোন মার্কস দেওয়াও হবে না, কাটাও হবে না। (দুধ-ভাত বলা যায়)। তবে ভয়ের কথা হল এই যে আপনাকে কিন্তু বলা হবে না যে কোনটা Research বা Experimental সেকশন। আপনার ৩টি Verbal Reasoning সেকশন অথবা ৩টি Quantitative Reasoning সেকশনের যে কোন ১টি সেকশন Research বা Experimental সেকশন।
এখন আসুন জেনে নেই মার্কস সিষ্টেম নিয়ে।
আগের পদ্ধিতির সাথে যারা পরিচিত তারা জানেন যে এটি ছিল মোট ১৬০০ এর পরীক্ষা। Verbal Ability এ ৮০০ + Quantitative Ability এ ৮০০। এবং এই মার্কসের উন্নতির ধাপ ছিল ১০ করে। সাথে Analytical writing নামের আরও একটি অংশ আছে যার মার্কস ৬.০ এবং এই মার্কসের উন্নতির ধাপ ছিল ০.৫ করে।
বর্তমানে এই পরীক্ষা ৩৪০ এ হচ্ছে যার Verbal Reasoning এবং Quantitative Reasoning এ ১৭০ করে। এই মার্কসের উন্নতির ধাপ ১০ এর পরিবর্তে এখন ১ করে। আর Analytical writing আগের মতই উন্নতির ধাপ ০.৫ করে ৬.০ আছে।
আর যারা স্কোর তুলনা করতে চান তারা ETS এর GRE Score Convertion ব্যবহার করে দেখতে পারেন।
আজ এই থাক, আগামী পর্বে ২টি Study Plan নিয়ে বলবো আসা রাখছি, ইনশাল্লাহ্।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৫০