তোমার শিলাদেহ লীলায় ভ্রূণ রেখে গেছি
_________________________
সেইসব ধ্বংসস্তুপ থেকে উঠে এলো যে বিষন্ন ধুলোর সুর
বাতাসের দেহে মেশা ছিলো, দেহের পাশে ঘেঁসা ছিলো
ছুঁই ছুঁই করে অন্তর_
তারা ছিলো মেঘেদের সংঘাত, তারা ছিলো আলোদের উদগিরণ, আর নক্ষত্র কাছে এলে খুঁজে নিত শিলার গলনাঙ্ক_
অধরা
তুমি কি তবে পাত্র হবে গলিত লাভার
কুয়োর মতো
কুয়োডোবা শিলা, কুয়োনদী শিলা, কুয়োসমুদ্র শিলা_
সহশ্রাব্দের বহু পথ অতিক্রান্ত হলে আবার কুয়াশার প্রান্তরে দেখা হবে
হে প্রস্তরসময়
তোমার শিলাদেহ লীলায় ভ্রূণ রেখে গেছি_
সহশ্রাব্দের অতিক্রান্ত পথে আবার জেগে ওঠে ভ্রূণের কঙ্কাল কুয়াশার বেষ্টনিতে নরম হতে হতে
জল হলে_
সেই জলে ডুবে থাকে জলজের ভ্রুণ।।
________________________
______________ বাকী অরিন্দম
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০১