আজ আমার খুব খুব প্রিয় একটা মানুষের জন্মদিন। জাফরিন আপু ....ব্লগার জাফরিন.....আমার সবচেয়ে প্রিয় আপু....আমার রুমমেট...আমার বড় আপু
http://www.somewhereinblog.net/blog/jafrin
২০০৮ সালের আগস্ট কি সেপ্টেম্বর। হলে উঠলাম। রুমে এসে যাদের দেখা পেলাম তাদের মধ্যে ইমিডিয়েট বড় আপু জাফরিন রেজওয়ানা। আমার কয়েকদিন পরে আমার বান্ধবী এসে একই রুমে উঠল। তারপর থেকেই আমরা তিন মানিকজোড়....জাফরিন আপু, আমি আর বান্ধবী নিপা। হল লাইফটা যে কি তা বুঝতে পেরেছি এদের জন্যেই। এরা যদি না থাকত তাহলে আমার হল লাইফ বলতে বুঝি কিছুই থাকত না!
রুমে আসার পর প্রথম ফ্রেন্ডশিপ ডে....তিনজনে প্ল্যান করলাম একটা বিচিত্র কিছু করার । পুরা আইডিয়াটাই জাফরিন আপুর। তার আইডিয়া মতন রাত বারোটায় রোকেয়া হলে দেখা মিলল ৩৬ এর তিন বিচিত্র ভূতের!

মাস্টি আর মাস্টি। কোন সিনিয়র-জুনিয়র নেই। আমরা তিন বান্ধবী।
মাস্টি করতে এডভেন্চারে চলে গিয়েছিলাম আমরা এই তিন জন। সাথে আরো কয়েক ফ্রেন্ড ছিল অবশ্য ....তবে লিডার ছিল এই প্রিয় আপুটা।
আমাকে সামু ব্লগের রাস্তাটাও দেখিয়ে দিয়েছে জাফরিন আপু। তখন ফেইসবুকে প্রচুর টাইম দিতাম...মন খারাপ থাকলেই ফেইসবুকে বসে থাকতাম। একদিন আমার এই প্রিয় আপুটা বলল, তুমি তো লেখা-লেখি কর। নেটেও তো লিখতে পার। ব্লগে লিখ। তারপর এখানে আমার যাত্রা শুরু।
সেই জাফরিন আপু....আজ তার জন্মদিন। শুভ জন্মদিন আমার প্রিয় আপুটা! আমার প্রিয়্ আপুর জন্মদিনে আমার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ...........আমার তরফ থেকে আপুর বার্থডে খানাপিনা




