২. জলের বুকে রঙের খেলা...।।
৩. পদচিহ্ন ধুয়ে মুছে যায় সূর্যকিরণে...।।
৪. ভিলার একাংশ।।
৫. আকাশ ভরা পেঁজা তুলো.....।।
৬. রঙিন চশমায় দুনিয়া কিংবা গোধূলী লগন....।।
৭. ছেলেবেলা হারায় সাঁঝের বেলায়...।।
৮. মরীচিকাময় মরুর বুকে ঘুরছি দিগ্বিদিক
ঝিকিমিকি বালিতে মিশে একাকার বিভ্রমে,
মাঝ দরিয়ায় আজ তাই তুলেছি নব পাল
ফিরে পাব নিজেরে সাগরের নোনা পবনে।
আমি স্বপ্ন বলছি, তোমাদের দু'চোখের।।
কিছুদিন আগে দলেবলে ঘুরে এলাম লোহিত সাগর সৈকতে। সৈকত ঘিরে মনোরম আল-কাত্তান ট্যুরিজম ভিলেজে আগে থেকেই বুকিং দেয়া ছিল। ভিলাটির দূরত্ব মূল জেদ্দা শহর থেকে প্রায় ৮৭ কিলোমিটার। যেতে ঘন্টাখানেকের মত লেগে যায়। ভোরে রওনা দিয়ে সকাল সকাল গন্তব্যস্থলে পৌঁছে, সারাদিন থেকে, হৈ-হুল্লোড় করে সন্ধ্যার পরপর বাড়ি ফেরার পথ ধরি। সেদিন আবহাওয়া খুব ভালে ছিল। শীতের দিনের মত আকাশ ছিল মেঘলা। হঠাৎ হঠাৎ সূর্যের উঁকিঝুকি। স্বাভাবিকের চেয়ে তাপমাত্রাও বেশ কম ছিল। সব মিলিয়ে কেটেছে খুব সুন্দর কিছু সময়। বারবার আমাদের দেশের কক্সবাজার সমুদ্রসৈকতের কথা মনে হচ্ছিল। মনে হচ্ছিল আমি বাংলাদেশেই আছি। যেখানেই থাকি, যত ভালোই থাকিনা কেন নিজের দেশের মায়া কাটেনা। ভালোবাসি দেশমাতাকে। ভালো থাকুক প্রিয় জন্মভূমি।
(ব্লগ কর্তৃপক্ষ আমার স্ট্যাটাস সেফ ঘোষণা করেছে। তাই পরীক্ষামূলকভাবে পোস্টটি দিলাম। প্রথম ছবিব্লগ করার চেষ্টা। ছবিগুলো মোবাইলে তোলা।)
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৭ সকাল ৯:০০