"গাছের গোড়া কেটে, আগায় পানি দিলে গাছের কি আদৌ কোন লাভ হবে?
প্রশ্নটা এই জন্যেই করলাম, আজ "মাছরাঙা টিভি" প্রতিবেদনে কিছু জিপিএ প্রাপ্তদেরকে প্রশ্ন করা হল...... আসুন দেখেনি, তাদের সেই স্বাভাবিক প্রশ্নের অস্বাভাবিক উত্তর!!
১/ নেপালের রাজধানী কোথায়?- নেপচুন! (আহা! তাহলে বাংলাবাজারকে বাংলাদেশের রাজধানী করার তিব্র দাবি জানাচ্ছি!!)
২/ পীথাগোরাস একজন --ঔপন্যাসিক ছিলেন!
৩/ স্বাধীনতা দিবস ১৬ই ডিসেম্বর।
৪/ বিজয় দিবস -- ২৬ শে ডিসেম্ব।
৫/ নিউটনের তত্ব ---আপেল তত্ব।
৬/ S.S.C এর পূর্ণরূপ --জানি না।
৭/GPA এর পূর্ণরূপ -- জানি না/Gretting point
৮/ শহীদ বুদ্ধীজিবি দিবস কবে --১০/১৭ ই ডিসেম্বর।( ভাগ্যিস ১৫ ই আগস্ট বলে নাই)
৯/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস--- জানিনা
১০/ জাতীয় স্মৃতিসৌধ কোথায়--- জানিনা
১১/ রণসঙ্গীত কে রচনা করেন--- রবীন্দ্রনাথ।
১২/ জাতীয় সংগীত ---- কাজী নজরুল
১৩/ মাউন্ট-এভারেস্ট কোথায়-- ইংল্যান্ড। (ভাগ্যিস, চাঁদের দেশে বলে নাই!)
১৪/বর্তমান রাষ্ট্রপতির নাম কি -- জানি না
১৫/ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি
সেক্টরে ভাগ করা হয়েছিল---- ৯ টি
১৬/ হার্ডওয়্যার ও সফটওয়্যার কি --- জানি না
১৭ / "আমি GPA-5 পেয়েছি " এর ইংরেজি কী হবে?---- I am GPA-5 / I can GPA-5 ...!!!!!
১৮/ 'অপারেশান সার্চ লাইট' কি ? ---- অপারেশান করার সময় যে লাইটটা জ্বালায় ! হা হা হা
তাদের এই সুকঠিন, সুনিপুণ মেধা দেইখা, দেশ আজ গর্বে গর্বিত!
যে প্রশ্ন গুলার উত্তর একজন ক্লাস ফাইভ পাশ করা ছাত্র/ছাত্রীর জানা থাকার কথা। সে প্রশ্ন গুলার উত্তর এরা ssc তে A+ পেয়েও জানে নাহ। বরং এরা আরো প্রশ্ন গুলার উত্তর হাস্যকর করে পেলেছে...!!
এরা ভবিষ্যতে কি হবে? ডাক্তার হলে ম্যালেরিয়ার জন্য হাঁপানির ঔষধ দিবে।ইঞ্জিনিয়ার হলে ৫ তলা বিল্ডিং ডিজাইন করবে দুইতলা কম্পিলিট হোয়ার আগেই রানা প্লাজা হবে!
এটার জন্য শিক্ষা ব্যবস্থা দায়ী শিক্ষার্থী নয়, এই শিক্ষা ব্যবস্থা ক্যন্সারের মত জাতীর মেরুদন্ড খেয়ে ফেলতেছে।
শিক্ষার্থীদের দিকে অঙ্গুলি না তুলে শিক্ষাব্যবস্থার দিকে আংগুল তুলুন !"
উন্নয়নের জোয়ারের নামে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে আগামী প্রজন্মকে যারা ক্ষতিগ্রস্থ করে দিচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হোন ।
যেভাবে জিপিএ 5 প্রাপ্ত ছাত্র ছাত্রীদের ব্যর্থতাকে শেয়ার করা হচ্ছে এভাবে কয়জনই বা শিক্ষানীতির বিরোধিত করেছেন ??
যে আজ ক্যামেরার সামনে ভুল উত্তর দিচ্ছে কাল সে আরো নীতি কান্ডজ্ঞানহীন বক্তব্য নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেনা তার নিশ্চয়তা কি ??
শিক্ষা আইন ২০১৬ বাতিলের দাবীতে আওয়াজ তুলুন।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৩