গতকাল (১৪/০৯/১৩) রাতে টেলিভিশনের সামনে বসে বার বার চ্যানেল পাল্টাচ্ছি। হটাৎ করে চ্যানেল আইয়ের পর্দায় চোখ আটকে গেল। দেখি ক্ষুদে গানরাজ হচ্ছে। বরাবরি আমি বাচ্চাদের রিয়েলটি শো খুবই পছন্দ করি। তাই দেখতে লাগলাম। একজন প্রতিযোগির গান শেষ হওয়ার পর আমাদের সকলের প্রিয় উপস্থাপিকা - তানিশ কে দেখে আমি একটু হকচকিত হয়ে যায়। কারন টা হচ্ছে তার ড্রেসাপ। তার ড্রেসাপ দেখে আমি একটু হতবম্ব। কারন আমাদের দেশে এই ধরনের ড্রেস পরে আমি সম্ববত আর কাউকে উপস্থাপনা করতে দেখেনি। তার উপর বাচ্চাদের সো তো নয়ই। উনার ড্রেসটা হচ্চে হাটুর উপর থাকা একটা ককটেইল ড্রেস আর উপরে ছোট একটা কটি। উনি বিচারকদের মন্তব্য চাচ্ছেন আর বারবার হাত দিয়ে তার বুকের উপরের কটি টি ঠিক করছেন। এই দৃশ্যটা কি ক্যামেরা না ধরলে হত না? তাছাড়া তানিশা বসার পর ক্যামেরা এমন এ্যাংগেলে ধরতেছে যে ড্রেসটা তারহাটুর উপরে আছে এটাই চোখে পড়তেছে। আর উনি মাঝে মাঝে ডেসটাকে নীচে নামানোর বৃথা প্রয়াস করতেছেন। যে ধরনের ড্রেসে নিজেও কমপোট ফিল করেন না এই ধরনের পোশাক কেনো পরতে হবে? এই ধরনের পোশাক সাধারনত ভারতীয় নায়িকারা ই বেশি পরে। এই ধরনের পোশাক অন্য কোন শো তে হলে আমার মাথাব্যাথা হত না কিন্তুু ছোট ছোট কোমলমতি এই বাচ্চাদের অনুষ্ঠানে এই ধরনের পোশাক পরা কতটা আমাদের সংস্কৃতির অংশ তা আমাদের চ্যানেল ও উপস্থাপিকাই ভালো বলতে পারবে। এই দেখে আমাদের নতনু প্রজন্ম কি শিখবে? আবার ঐ পোশাকের স্পন্সর এর নাম নিচ দিয়ে দেখাচ্ছে!! এই ধরনের পোশাক দিয়ে আমাদের বাচ্চাদের কি বুঝাতে চাচ্ছে? কি এই ধরনের পোশাক আমাদের সংস্কৃতি নাকি অনেক বেশি র্স্মাট!! এই প্রশ্নটাই রইল আমাদের উপস্থাপিকা, ফ্যাশন হাউজ এবং চ্যানেল কতৃপক্ষের কাছে।
এই ধরনের পোশাক আমাদের সংস্কৃতি নাকি অনেক বেশি র্স্মাট!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ০টি উত্তর


আলোচিত ব্লগ
ড. ইউনুস: এক নতুন স্টেটসম্যানের উত্থান
ড. মুহাম্মদ ইউনুস ধীরে ধীরে রাজনীতির এক নতুন স্তরে পদার্পণ করছেন—একজন স্টেটসম্যান হিসেবে। তার রাজনৈতিক যাত্রা হয়তো এখনও পূর্ণতা পায়নি, তবে গতিপথ অত্যন্ত সুস্পষ্ট। তার প্রতিটি পদক্ষেপ মেপে মেপে নেয়া,... ...বাকিটুকু পড়ুন
কেয়া তুমি
যুদ্ধাহত আমি,
নিয়তি আমায় ফেলে দিয়েছে, পরাজয়ের হাতে,
রক্তে রাঙা পথের শেষে,
শুধু শূন্যতা আর ক্লান্তির গ্লানি।
আমার তলোয়ার আজ মরিচা ধরা,
স্বপ্নগুলো রকাক্ত।
যে চোখ একদিন জ্বলেছিল আগুনে,
সেখানে আজ শুধু অন্ধকার।
হৃদয়ের প্রতিটি কোণে যুদ্ধের ক্ষত,
নিঃশব্দ... ...বাকিটুকু পড়ুন
উন্নয়নের মহাসড়ক দিয়ে পালিয়ে গেল আওয়ামী লীগ?
আওয়ামী লীগের তৈরী করা উন্নয়নের মহাসড়ক অনেক চওড়া হয়েছে। সেই মহাসড়কে বাংলাদেশ উঠার পরেও আওয়ামী লীগ পালানোর রাস্তা পেল।অবশ্য তাদের কতিপয় বেকুব ধরা খেয়ে এখন জেলে আছে।... ...বাকিটুকু পড়ুন
সবাইকে পবিত্র ঈদুল ফিতর ২০২৫ এর শুভেচ্ছা
সবাইকে পবিত্র ঈদুল ফিতর ২০২৫ এর শুভেচ্ছা
প্রিয় সহব্লগারবৃন্দ,
দেখতে দেখতে পবিত্র ঈদুল ফিতর ২০২৫ আমাদের দোরগোড়ায়। আনন্দ-বেদনা, উৎসব-চিন্তার মিশেলে এই ঈদ এসেছে আমাদের মাঝে। সবাইকে জানাই আন্তরিক... ...বাকিটুকু পড়ুন
প্রধান উপদেষ্টার চীন সফর কেমন হলো ?
প্রধান উপদেষ্টা ড. ইউনূস এখনো চীন সফরে রয়েছেন। চীন সফর কে কেন্দ্র করে বাংলাদেশে এক শ্রেনীর মানুষের মধ্যে ব্যাপক হাইপ দেখা যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এমন সাসেক্সফুল সফর আর কোনো দলের... ...বাকিটুকু পড়ুন