ফুরাবে যেদিন সমস্ত লেনদেন
সেদিন কি ভালোবাসার জলচৌকি পেতে দেবে
যেদিন পিছু ফিরে ডাকবো না
সেইদিন কি প্রতিক্ষায় থাকবে?
জানি না, বুঝি না বেদনার করাঘাত
অপলক তাকিয়ে থাকি শুষ্ক চোখে,
প্রাণহীন তবুও মায়াময় শুকনো পাতা
ডাকে, ডেকে যায় অবিরল মর্মর শব্দে।
হৃদয় তুমি ধাতব পিণ্ড হও
আমি একটা হাতুড়ী নিয়ে আসি
আঘাতে আঘাতে বের হোক বিবর্ণ রক্ত
তারপর সমস্ত আশার জলাঞ্জলি দিয়ে
চল ফিরে যাই সেচ্ছা নির্বাসনে।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১০