╚═══► ব্যক্তিগত তথ্যসমূহ ◄═══╝
●► পূর্ণ নামঃ নান্দামুরি
তারকা রামা রাও জুনিয়র।
●► অন্যান্য নামঃ ইয়ং টাইগার, তারক।
●► জন্মঃ ২০ মে ১৯৮৩
●► জন্মস্থানঃ হায়দ্রাবাদ, অন্ধ প্রদেশ, ভারত।
(বর্তমানে হায়দ্রাবাদ, তেলাঙ্গানা রাজ্যে)
●► বাসস্থানঃ হায়দ্রাবাদ, তেলাঙ্গানা, ভারত।
●► পেশাঃ অভিনেতা, রাজনীতিবিদ।
●► উচ্চতাঃ ৫ ফুট ৭ ইঞ্চি।
●► ওজনঃ ৮১ কেজি।
●► চুলের রঙঃ কালো।
●► চোখের রঙঃ বাদামী।
●► রাশিঃ বৃষ।
●► ধর্মঃ হিন্দু।
●► শিক্ষাঃ স্কুল- বিদ্যারণ্য হাই স্কুল, হায়দ্রাবাদ। কলেজ- এসটি মেরিস কলেজ, হায়দ্রাবাদ।
.
.
.
╚═══► পরিবার ও বন্ধু-বান্ধব ═══╝
●► বাবাঃ নান্দামুরি হরিকৃষ্ণ। (অল্প কিছু সিনেমায় অভিনয় করেছেন)
●► মাঃ শালিনি।
●► ভাইঃ কল্যাণ রাম। (অভিনেতা)
●► বোনঃ সুহাসিনি।
●► স্ত্রীঃ লক্ষ্মী প্রাণাথি। (বিবাহ- ৫ মে, ২০১১)
●► ছেলেঃ নান্দামুরি অভয় রাম। (জন্ম- ২২ জুলাই, ২০১৪)
●► অন্যান্যঃ লেজেন্ড অভিনেতা ও অন্ধ প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী সিনিয়র এনটিআর, জুনিয়র এনটিআরের দাদু! (গ্রান্ডফাদার)। অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণ হচ্ছেন জুনিয়র এনটিআরের কাকা।
●► সিনেমা জগতে সেরা বন্ধুঃ রাজীব কঙ্কলা, এসএস রাজামৌলি।
.
.
.
╚═══► প্রিয় ব্যক্তি/বস্তুসমূহ ═══╝
●► প্রিয় রঙঃ সাদা।
●► প্রিয় পানীয়ঃ তরমুজের জুস।
●► প্রিয় অভিনেতাঃ সিনিয়র এনটিআর, নান্দামুরি বালাকৃষ্ণ।
●► প্রিয় অভিনেত্রীঃ ক্যাথেরিন জেতা-জোনস, শ্রীদেবী।
●► প্রিয় সিনেমাঃ দানা বীরা সুরা কর্ণা। (১৯৭৭ সালের তেলুগু সিনেমা)
●► প্রিয় মিউজিক ডিরেক্টরঃ মানি শর্মা।
●► প্রিয় মিউজিকঃ রক মিউজিক (বিশেষত ম্যাটালিকা গ্রুপের)।
●► প্রিয় খেলাঃ ব্যাডমিন্টন, ক্রিকেট।
●► প্রিয় গাড়িঃ মার্সেডিজ বেঞ্জ এসএলকে৫০০
●► প্রিয় পোষ্য প্রাণীঃ কুকুর।
.
.
.
╚═══► ফিল্ম ক্যারিয়ার ═══╝
●► মোট সিনেমাঃ ২৫টি। এছাড়া চাইল্ড আর্টিস্ট হিসেবে ২টি।
●► বর্তমান পারিশ্রমিকঃ ১৮-২০ কোটি।
●► প্রথম সিনেমাঃ নিন্নু চুড়ালানি (২০০১)।
●► আপকামিং সিনেমাঃ জনতা গ্যারেজ (১২ আগষ্ট, ২০১৬)
।
●► IMDb তে সর্বোচ্চ রেটিং পাওয়া পাঁচ সিনেমাঃ নান্নাকু প্রেমাতো (২০১৬)- ৮.৫, টেম্পার (২০১৫)- ৭.৬, সিমহাদ্রি (২০০৩)- ৭.৫, যমদোঙ্গা (২০০৭)- ৭.৪, আদি (২০০২)- ৭.৩
.
.
.
╚═══► অ্যাওয়ার্ডস জয় ═══╝
●► সাউথ ফিল্মফেয়ারঃ ১টি। ২০০৭- সেরা তেলুগু অভিনেতা (যমদোঙ্গা)।
●► সিনেমা অ্যাওয়ার্ডসঃ ৩টি।
২০০২- ক্রিটিকস বেস্ট অ্যাক্টর (আদি), ২০০৩- সেরা অভিনেতা (সিমহাদ্রি), ২০০৭- সেরা অভিনেতা (যমদোঙ্গা)।
●► নন্দি অ্যাওয়ার্ডসঃ ১টি।
২০০২- স্পেশাল জুরি অ্যাওয়ার্ডস (আদি)।
●► সান্তোষাম অ্যাওয়ার্ডসঃ ১টি। ২০০৩- সেরা ইয়ং পারফর্মার (২০০৩)।
●► অন্যান্যঃ ১০টি।
.
.
.
╚═══► যোগাযোগ ═══╝
●► ঠিকানাঃ ১৪৪, আইপিএস কলোনি, রঘবা বীরা এভিনিউ, প্রশানন নগর, হায়দ্রাবাদ, তেলাঙ্গানা, ভারত।
●► ফেসবুকঃ http://www.facebok.com/JrNTR
●► টুইটারঃ http://www.twitter.com/tarak9999
.
.
.
╚═══► পার্সোনাল রেটিংসহ আমার প্রিয় সাতটি সিনেমা ═══╝
.
১। Brindavanam (২০১০)
→ এনটিআর, কাজল, সামান্থা।
→ হিন্দি ডাবঃ দ্যা সুপার খিলাড়ি।
→ আমার রেটঃ ১০/১০
→ লিংকঃ https://m.youtube.com/watch?v=0MFURiZHjPo
.
২। Oosaravelli (২০১১)
→ এনটিআর, তামান্না।
→ হিন্দি ডাবঃ মার মিটেঙ্গে।
→ আমার রেটঃ ১০/১০
→ লিংকঃ https://m.youtube.com/watch?v=WscpcvyvrA4
.
৩। Nannaku Prematho (২০১৬)
→ এনটিআর, রাকুল প্রীত।
→ আমার রেটঃ ৯.৯/১০
→ হিন্দি ডাব বা ভালো প্রিন্টের জন্য অপেক্ষা করুন। আমি হল ভিডিও দেখছি। :-(
.
৪। Temper (২০১৫)
→ এনটিআর, কাজল আগরওয়াল।
→ আমার রেটঃ ৯.৬/১০
→ লিংকঃ bdupload.org/txd1zoz556gi
→ বাংলা সাবটাইটেলঃ Click This Link
→ হিন্দি ডাবিং শীঘ্রই আসছে।
.
৫। রামাইয়া ভাস্তাভাইয়া (২০১৩)- ৯.২/১০
৬। স্টুডেন্ট নাম্বার ওয়ান (২০০১)- ৯.১/১০
৭। সিমহাদ্রি (২০০৩)- ৯/১০
.
(চয়েজ এক এক জনের এক এক রকম! তাই আমার রেটিং নিয়ে মন্তব্য না করার অনুরোধ রইলো! আমার করা হায়েস্ট রেটেড মুভিগুলোর অধিকাংশই Jr NTR এর মুভি...)
.
.
.
╚═══► এনটিআর সম্পর্কে জানা অজানা আরো কয়েকটি তথ্য ═══╝
.
=> ২০১২ সালের ফোবর্স ইন্ডিয়ান সেলেব্রেটি Rank এ এনটিআরের অবস্থান ছিলো ৬৬তম।
.
=> রাজনৈতিক দল "তেলুগু দেশাম পার্টি" এর সক্রিয় সদস্য জুনিয়র এনটিআর। তেলাঙ্গানা ও অন্ধপ্রদেশ ভিত্তিক এই রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা সিনিয়র এনটিআর।
.
=> ভারতের অন্যতম সেরা ড্যান্সার। ট্রেনিংপ্রাপ্ত কুচিপুড়ি ড্যান্সার। তার ড্যান্সে মুগ্ধ সবাই! সাউথ ইন্ডিয়ার সেরা ড্যান্সার বললে বাড়াবাড়ি কিছু হবে না। ড্যান্সিং এ সাউথে তার প্রতিদ্বন্দী একমাত্র আল্লু অর্জুন!
.
=> অন্ধ প্রদেশ ও তেলাঙ্গানা রাজ্যের বেশ কিছু পণ্যের ব্রান্ড অ্যাম্বাসেডর তিনি। যেমনঃ মালাবার গোল্ড, হিমানি নবরত্ব তেল, জান্ডু বাম ইত্যাদি।
.
=> সমাজসেবায়ও এনটিআরের আগ্রহ লক্ষ্য করা যায়। বিভিন্ন সময়ে বিভিন্ন ত্রাণ তহবিকে বড় অঙ্কের টাকা দান করেছেন তিনি।
.
=> এনটিআর এ পর্যন্ত ৬টি গানে কন্ঠ দিয়েছে। ৫টি তেলুগু ও ১টি কন্নড় গান। সর্বশেষ "নান্নাকু প্রেমাতো"র 'ফলো ফলো' গানটি ছিলো তার গাওয়া।
.
=> তেলুগু অভিনেতাদের মধ্যে একমাত্র এনটিআরের জাপানে হিউজ ফ্যানবেজ আছে! অন্যান্য অভিনেতাদের থাকলেও এত নয়!
.
=> এনটিআর সম্পর্কে সালমান খানঃ https://m.youtube.com/watch?v=TtUjB9_moo8
-
-
-
কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। সকল তথ্যই বিভিন্ন জনপ্রিয় সাইট থেকে সংগ্রহীত। গালতিসে মিস্টেক হয়ে গেলে, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। :3
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬