ব্যক্তিগতভাবে আমি সাউথ ইন্ডিয়ান মুভি বেশি পছন্দ করি এবং তাদের মুভি বেশি দেখি। তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম- এই ৪ ফিল্ম ইন্ডাস্ট্রি হলো সাউথ ইন্ডিয়ার। আমার মতো সাউথ মুভি ফ্যান কে কে আছেন জানিনা, তবে আমার প্রতিটা পোস্ট ফলো করলে অনেকেই হয়ে যাবেন!! :-)
.
যারা অ্যাকশান-মাসালা টাইপের ফিল্ম পছন্দ করেন তাদের জন্য সাউথে যেমন প্রচুর ভালো ভালো মুভি তৈরি হয়; তেমনি যারা উরাধুরা অ্যাকশানে বিরক্ত, তাদের জন্যেও প্রচুর ভালো ভালো মুভি তৈরি হয়।
.
আমার এই পোস্টটি ২য় শ্রেণীর লোকদের জন্য। অর্থাৎ যারা উরাধুরা অ্যাকশান বা একই টাইপের গল্প নিয়ে বিরক্ত, তাদের জন্য ভিন্ন ধরনের কিছু তামিল, তেলুগু মুভি সাজেস্ট করলাম। (মালায়ালাম নিয়ে আলাদাভাবে একদিন পোস্ট করবো)। নিচের প্রত্যেকটা মুভিই আমার খুবই ফেভারিট।
.
.
.
১। কাথথি (২০১৪)
→ ভাষাঃ তামিল
→ মূল চরিত্রঃ বিজয়, সামান্থা।
→ IMDb রেটঃ ৮/১০
→ ব্যক্তিগত রেটঃ ১০/১০
→ অ্যাকশান-ড্রামা মুভি হলেও এটিকে স্যোশাল মুভি বলা যায়। আমার সবচেয়ে প্রিয় তামিল সিনেমা। সত্যি বলতে, মুভিটি দেখার সময় কেঁদে বালিশ ভিজিয়ে ফেলেছিলাম। বিজয়ের ডাই-হার্ড ফ্যান বলেই হয়তো মুভিতে তার কষ্ট সহ্য করতে পারিনি! এটার হিন্দি রিমেকের কাজ চলছে, অক্ষয়ের "ইক্কা"।
→ আমার করা ফুল রিভিউঃ bit.ly/1rqXGoe
→ ডিরেক্ট ডাউনলোড লিংকঃ bit.ly/1qHrNXp (450MB)
→ ডিরেক্ট ডাউনলোড লিংকঃ bit.ly/1ToGsR5 (700MB)
→ টরেন্ট লিংকঃ bit.ly/1WMa7GF
→ বাংলা সাবটাইটেলঃ bit.ly/1SiJO9e
→ ডাব কেবল জন্মাতে শুরু করেছে! ডাবটি ২০১৭ সালে খাওয়া উপযোগী হবে! :v (২০১৭ সালে হিন্দি ডাবিং বের হবে)
.
.
২। আই (২০১৫)
→ ভাষাঃ তামিল
→ মূল চরিত্রঃ বিক্রম, অ্যামি জ্যাকসন।
→ IMDb রেটঃ ৭.৭/১০
→ ব্যক্তিগত রেটঃ ১০/১০
→ রোমান্টিক থ্রিলার। মুভিটা অনেকেই দেখেছেন হয়তো, তাই বেশি কিছু আর বলছি না।
→ হিন্দি ডাবিং লিংকঃ bit.ly/1ToJMeJ
.
.
৩। মারিয়াদা রামান্না (২০১০)
→ ভাষাঃ তেলুগু
→ মূল চরিত্রঃ সুনীল, সালোনি অশ্বয়ানি।
→ IMDb রেটঃ ৭.৫/১০
→ ব্যক্তিগত রেটঃ ৯.৯/১০
→ প্রচুর এন্টারটেইনিং একটা মুভি! আমার মতে এসএস রাজামৌলি পরিচালিত বেস্ট মুভি। মুভিটি বাংলা, হিন্দি, তামিল, কন্নড়, মালায়ালামে রিমেক হয়েছে। বাংলা- ফান্দে পড়িয়া বগা কান্দেরে, হিন্দি- সান অফ সর্দার। যারা রিমেক দেখে হতাশ হয়েছেন, অরজিনাল দেখলে আশা করি ভালো লাগবে।
→ ডাউনলোড লিংকঃ bit.ly/22VDrtX
→ ইংরেজী সাবটাইটেলঃ bit.ly/1r6jvce
→ যে জিনিস খুঁজতেছেন, তা নেই!! :v i mean, হিন্দি ডাবিং নেই।
.
.
৪। বোম্মারিল্লু (২০০৬)
→ ভাষাঃ তেলুগু
→ মূল চরিত্রঃ সিদ্ধার্থ, জেনেলিয়া ডি'সুজা।
→ IMDb রেটঃ ৮.৩/১০
→ ব্যক্তিগত রেটঃ ১০/১০
→ রোমান্টিক কমেডি। অসম্ভব প্রিয় সিনেমা। গতদিন এই মুভিটা নিয়ে পোস্ট করেছিলাম। অনেকে হয়তো দেখেও ফেলেছেন। মুভিটি ৬-৭ ভাষায় রিমেক হয়েছে। বাংলা- ভালবাসা ভালবাসা (২০০৮)।
→ সাবসহ লিংকঃ bit.ly/1VISuZm
→ হিন্দি ডাব/নারিকেল নেই! :-(
.
.
৫। বিদাম (২০১০)
→ ভাষাঃ তেলুগু
→ মূল চরিত্রঃ আল্লু অর্জুন, মাঞ্চু মনোজ, আনুশকা শেঠি।
→ IMDb রেটঃ ৮.২/১০
→ ব্যক্তিগত রেটঃ ৯.৮/১০
→ সবচেয়ে প্রিয় সাউথ অভিনেতা আল্লু অর্জুনের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা। মুভিটি ঠিক কতবার দেখেছি বলতে পারবো না। এককথায় অসাধারণ একটা মুভি। ২০১১ ফিল্মফেয়ারে সেরা সিনেমা, সেরা ডিরেক্টর, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী- ৪টি বড় পুরস্কারই জয় করে মুভির ঘরে।
→ হিন্দি ডাবিং লিংকঃ bit.ly/1MODzcS
.
.
৬। ঈগা (২০১২)
→ ভাষাঃ তেলুগু
→ মূল চরিত্রঃ ন্যানি, সুদীপ, সামান্থা।
→ IMDb রেটঃ ৮/১০
→ ব্যক্তিগত রেটঃ ৯.৮/১০
→ রাজামৌলি পরিচালিত অন্যতম সেরা সিনেমা। এক্কেবারে অন্যরকম গল্প! শোনা যাচ্ছে এর সিক্যুয়েল হবে হিন্দি-তেলুগু, প্রধান চরিত্র থাকবে সাল্লু ভাইজান!
→ হিন্দি ডাবিং লিংকঃ bit.ly/1r6nAgz
.
.
৭। জিগারথান্ডা (২০১৪)
→ ভাষাঃ তামিল
→ মূল চরিত্রঃ সিদ্দার্থ, লক্ষ্মী মেনন, ববি সিমহা।
→ IMDb রেটঃ ৮.৬/১০
→ ব্যক্তিগত রেটঃ ৯/১০
→ ব্ল্যাক কমেডি-ক্রাইম। সিদ্ধার্থের ক্যারয়ারের সেরা একটি সিনেমা। ব্ল্যাক কমেডি টাইপের তামিল ফিল্মগুলো দারুণ লাগে!
→ সাবসহ লিংকঃ bit.ly/1VOtcZf
.
.
.
আরো কয়েকটিঃ "নান্নাকু প্রেমাতো" (২০১৬)[আমার করা ফুল রিভিউ- bit.ly/1qHzAnZ ],কেশানাম" (২০১৬), "কার্থিকেয়া" (২০০৮), "অরুন্ধতী" (২০০৯), "রে" (২০১৫), "পিজ্জা" (২০১২), "কো" (২০১১), "মুনি টু: কাঞ্চনা" (২০১১).... থাক.... আপাতত এগুলোই থাক। ভবিষ্যতে না হয় এরকম আরো কিছু সাজেস্ট করবো।
.
.
একবারে অনেকগুলো মুভি নিয়ে পোস্ট করায়, কাহিনি-সংক্ষেপ দেওয়া সম্ভব হলো না। আমার মতো যারা মাসালা ফিল্ম বেশি পছন্দ করেন, তাদের জন্যেও পোস্ট থাকবে পরবর্তীতে।
.
এর আগেও অনেকেই আমার সাজেস্টে মুভি দেখেছেন। এগুলোও দেখার অনুরোধ থাকবে। শুধু ভালো নয়, অসম্ভব ভালো লাগবে বলেই আমার বিশ্বাস! আর যারা সবগুলো দেখেছেন, তাদের জন্য এক বালতি গোলাপের শুভেচ্ছা জানিয়ে পোস্টটি শেষ করছি। ধন্যবাদ।