যদি আর ফিরে না আসি
যদি আকাশের ওপারে মেঘের আড়ালে লুকাই সযত্নে।
যদি বাতাসে না ভাসে আর গায়ের গন্ধ
যদি এই দীর্ঘশ্বাসে বাতাস ভারি না হয় আর।
হারাব কি চিরতরে?
অকস্মাৎ বৃষ্টির আলতো স্পর্শে।
ভেজা মাটির সোঁদা গন্ধে,
অযত্নে পড়ে থাকা আগুন রঙ্গা কৃষ্ণচূড়ায়।
প্রিয় লেক পারে উড়ে আসা বলাকার পাখায়,
খুঁজবে না কি আমায়?
কোন কালেই ছিল না অমরত্বের সাধ
তবু অকারণ প্রশ্নে জর্জরিত মন
কিছু কি ফেলে রেখে যাবার নেই
দিইনি কি কখনো কিছুই?
অশ্রু সজল কোন চোখ গুনবে না কি অপেক্ষার প্রহর?
=================
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৬ বিকাল ৫:০৯