“রাসু” নামেই পরিচয়। একাব্বর মাষ্টারের পালিত সন্তান। ওকালতি পড়ার জন্য ঢাকায় যাচ্ছে। যাওয়ার কালে মাষ্টারকে বলে স্যার আপনার ঋণ আমি কোনদিনই শোধ করতে পারুম না।
মাস্টার তার হাতে হাজার খানেক টাকা দিয়ে বলে, নাও, টাকাটা রাখো। মন দিয়া পড়াশোনা করবা। ঢাকায় পৌছাইয়া একটা চিঠি দিবা। আজ যদি তোমার চাচি বাঁচিয়া থাকতো তাহলে খুব খুশি হতো। থাক সেসব কথা, তোমার চাচি নাই তাতে কী? একাব্বার মাষ্টারতো আছে। সরমাইবা না, যখন যা লাগে টাকা পয়সা খবর পাঠাইবা। আমিতো এখনও মরিয়া যাই নাই। কই মা রূপা, ব্যাগ গোছানো হইছে? তাড়াতাড়ি দে। ট্রেনের সময় হইয়া গেছেতো রূপা একাব্বর মাষ্টারের ঔরষজাত কন্যা সন্তান, একাব্বর মাষ্টারের মা মরা মেয়ে। স্বপ্নে বিভোর আগামীর। ঘর বেঁধে সংসার করতে চায় রাসুর সাথে।
ব্যাগ গোছাতে গোছেতে রুপা বলে বাজান, তোমার আসলেই ধৈর্যটা একটু কম। খাওন আর ব্যাগ গুছাইতে বুঝি সময় লাগে না? এই নাও ব্যাগ আর টিফিন বাটি। অচেনা দূরের পথ। ঢাকা শহরের ব্যাপার, দে এগুলো আমার হাতে দে। আমি আস্তে আস্তে স্টেশনের দিকে আগাই বলে একাব্বর মাষ্টার রেল স্টেশনের দিকে এগুতে লাগলো।
রূপা নিজের দিকে খেয়াল রাখিস। মাষ্টার কাকার যত্ন নিস বলে স্টেশনের দিকে ধীর গতিতে হাটতে লাগলো। রুপাও পাশাপাশি হাটতে হাঁটতে বলে আমাদের চিন্তা করন লাগবো না, নিজের যত্ন নিয়েন, ব্যাগের ভিতরে মাপলারটি দিছি, মনে কইরা পইরেন। আপনেরতো একটুতেই ঠান্ডা লাগে। আমার কিচ্ছু হবে না তোর ভালোবাসা সবসময় আমাকে সকল রোগ শোক থেকে আগলে রাখবে। মাত্রতো দুইটা বছর, থাকতে পারবি না? রুপার দিকে একবার চেয়ে বলে রাসু। দেখিস দেখতে দেখতে কেটে যাবে। রুপা ভারাক্রান্ত হয়ে বলে বুকের খাঁচায় যারে বন্ধি করছি হের লাইগা দুই বছর ক্যান, ২০০ বছরও অপেক্ষা করতে পারমু। রাসু ভাই, ঢাকা শহরের লাল নীল বাতির মধ্যে এই রূপারে কী তুমি মনে রাখবা?
রাসু : তোরে ভুইলা যামু? এ কথাও মুখেও আনিস না আর । খালি ওকালতিটা পাশ করুম, তার পর তোরে ঢাকায় নিয়া যামু। আমার উপর সবার কত আশা। মাষ্টার কাকা, মজনু কাকা, তুই সবার। উকিল হইয়ায় প্রথম ক্যাইচটা করমু মজনু কাকার।
রুপা : রাসু ভাই, সারাদিন তোমারে কত জ্বালাইছি, মনে আছে? একবার আমারে সাঁতার শিখাইতে গিয়া ঢুবাইয়া পানি খাওয়াইছিলা। রাগে আমি ইটের ঢিলা মারছিলাম তোমার কপালে রক্ত আর সেকি রক্ত, কপালের দাগটা এখনও আছে। রাসু ভাই, ছোটবেলা থেকে তুমি আমারে একটা একটা শব্দ জোড়া দিয়া ভালোবাসা কারে কয় শিখাইছিলা। বিদায় বেলা একটা অনুরোধ রাখবা? তোমার পা দুইটা একটু আগাইয়া দিবা? আমি তোমারে একটু সালাম করুম।
বিঃদ্রঃ মাকড়সা নাটক ব্লগ গল্পাকারে রিপোষ্ট।
..........................চলবে।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৫