হাসি, খুশি আর আনন্দের মাঝে থাকতে চাইলে নিজেকে অবশ্যই খুঁজে পেতে হবে নিজের Core Competency।
ইংল্যান্ডে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট এর উপর এম,এস,সি করার সময় এই বিষয়টি নিয়ে অনেকের মতন আমাকেও পড়াশুনা করতে হয়েছে এবং রিপোর্ট তৈরী করতে হয়েছে। আর দেশে আসার পর আমি আমার শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে এই বিষয়ে বিভিন্ন কাজ দিয়েছি যার মাধ্যমে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের Core Competency খুঁজতে গিয়ে যেন নিজেদের Core Competency খুঁজে নিতে পারে।
আমাদের সকলের অনেক অনেক দক্ষতা আছে যা অনেকটাই সাধারণ অর্থাৎ আমার, আপনার সবার মাঝেই আছে। যেমন হেসে কথা বলা, কিংবা সত্য কথা বলা, কিংবা খুব দ্রুত অন্যকে প্রণোদনা দিতে পারা, অল্প সময়ের মধ্যেই কোন কিছু রপ্ত করতে পারা, ইত্যাদি। কিন্তু Core Competency হল এমন ‘অন্তস্তল সক্ষমতা’ যা শুধুই আপনার মাঝেই আছে এবং কেউ চাইলেও তা নকল করতে পারবেনা। চেষ্টা করুন খুঁজে নিতে এমন কি আছে আপনার মাঝে?
যেমন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মাঝে সবাই ক্লাস নিচ্ছেন, কিন্তু ক্লাসরুমে সবাই ভাল ক্লাস নিচ্ছেন না, কিন্তু কেউ কেউ নিচ্ছেন। আবার সবাই ভাল গবেষণা করছেননা, কিন্তু কেউ কেউ করছেন। দেখুন সবার মাঝে কিছু একই রকমের Competency আছে আর তাই তারা শিক্ষক, কিন্তু এক এক জনের মাঝে এক এক রকমের Core Competency বিদ্যমান।
আমি জানি আমার Core Competency কি? কিন্তু তা জানতে আমার সময় লেগেছিল অনেক দিন। কিন্তু যাদের সেই সময় কম লেগেছে তারা তাড়াতাড়ি সফল হয়েছেন। বিল গেটস খুব অল্প বয়সে খুঁজে পেয়েছিলেন তার Core Competency কিন্তু কে,এফ,সির প্রতিষ্ঠাতা স্যান্ডার সময় নিয়ছিলেন অনেক তার Core Competency খুঁজে পেতে। অনেকে সারা জীবনেই খুঁজে নিতে পারেননি তার নিজের Core Competency।
আপনি শিক্ষক, সাংবাদিক, ব্যাংকার, ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার যাই হোন না কেন যতদিন আপনার Core Competency খুঁজে পাবেননা, ততদিন যেই কাজই করুন তা সঠিক এবং সফলভাবে সন্তুস্ট চিত্তে করতে পারবেননা। আর একবার যদি Core Competency খুঁজে পান তাহলে আয় যত কমই হোকনা কেন আপনি সেই কাজই করবেন যাতে আপনার ভাললাগা এবং ভালবাসা জড়িত। যে নিজের Core Competency খুঁজে পেয়েছে সে কখনো নিজের উপর বিশ্বাস হারায়না বা তাকে কারো উপর নির্ভর করে পথ চলতে হয়না কারণ সে জানে কোন পথ তার আর কোন পথ তার নয়।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০