অনেক জানা মানুষ আমাকে জিজ্ঞেস করেন আপনি আর আগের মতন আমাদের খবর নিচ্ছেন না, কিন্তু কি করে বলি এর কারণও হল কারো কারো Gesture, যার মধ্যে অন্যের প্রতি সম্মানবোধ অনুপস্থিত তা অভিনয়ের মাধ্যমে যতই ঢেকে রাখার চেষ্টা করা হোক না কেন Gesture তা প্রকাশ করে দিবেই।
যে মানুষগুলোকে প্রতিষ্ঠানের প্রাণ মনে করা হয়, যারা যোগাযোগ, তথ্য ইত্যাদির দায়িত্বে থাকেন তাদের কথা বলার ধরন যতই সুন্দর হোক না কেন, অন্যের প্রতি সম্মানবোধ প্রকাশে যতই পটু হোন না কেন একটু খেয়াল করলেই তাদের Gesture বলে দিবে অন্য কথা।
ইংল্যান্ডে এম,এস,সি ছাড়াও আমি যে দশ-বারটি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পেয়েছিলাম তার মধ্যে একটি ছিল Intensive Interaction and Communication, ফলে আমি Gesture বিষয়ে একজন ছোট-খাট বিশ্লেষক মনে করি অনেক সময় নিজেকে। বিভিন্ন সময় অনেকের মিষ্টি কথনে আমি মুগ্ধ হয়েছি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুবাধে, কিন্তু যখনই Gesture খেয়াল করেছি তখনই অন্য চিত্র দৃশ্যমান।
নিজের দুর্বলতা, অযোগ্যতা বা সত্য গোপন করা, মিথ্যার আশ্রয় নিয়ে সুবিধা গ্রহণ এর সবই Gesture এর মাধ্যমে প্রকাশ হয় এবং অনেকে তা অবলোকন করে। তাই মানুষের চোখ, মুখ, হাত, পা, হাঁটা, চলা এবং বসার মতন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। একজন কর্কশ মানুষকেও আমরা অনেক ভালবাসি, আমরা বলি তার মনটা ভাল, কিন্তু কিভাবে?
কারণ তার Gesture ভাল।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৩