কুলাঙ্গার @ তানভীর আরিফ।
(নিজেকে জ্ঞ্যানী ভাবিয়া লিখিয়াছি, তাই নিজেকেই উৎসর্গ করিলাম)
মহাজ্ঞ্যানী মহাজন এই কেমন তাহার পণ?
এক চোখ রাখিয়াছেন খোলা আরেক চোখ করিছেন সংরক্ষণ।
কিসে তিনি অঙ্গার? খুঁজিছেন কুলাঙ্গার,
ভিতর, বাহির বুঝিবার সাধ্যি কি আছে তার?
ভাবিয়া ভাবনার মাথা গেছে কাটা,
জ্ঞ্যানী তবুও অন্য চোখ খুলিবেন না।
শুধু এইটুকুই বুঝিতে পারিলাম,
যাহা কিছু আমার তাহাতে আছে কি কোন দোষ?
দোষ তো তার, ঐ কুলাঙ্গারের বাচ্চার যার দুই চোখই খোলা।