আমি প্যালেস্টাইন বলছি @ তানভীর আরিফ।
মানুষরূপী কুকুরগুলো খাবলে খাবলে আমায় খাচ্ছে,
শরীরের প্রতিটি অংশ ছিড়ে ছিড়ে রক্ত বের করে নিচ্ছে,
খুঁচিয়ে খুঁচিয়ে বুকের এদিক ওদিক ফুটো করে দিচ্ছে,
সব কিছু দেখেও তোমাদের এইসব কেমন করে সহ্য হচ্ছে।
এইভাবে কেউ কি কখনো শিকার করেছে পাখি?
কেউ কি কখনো খনন করেছে খাল, বিল কিংবা নদী?
কেউ কি কখনো ধ্বংস করেছে ভাই বোন, পিতা মাতার ভালোবাসা-বাসি?
তবে আজ নীরব কেন সবিই?
আমাকে বাঁচাতে কখন কে আসবে হয়ে অধিপতি?
কান্নার পরিবর্তে বেরোচ্ছে সব রক্ত, আমি যে আর পারছি না;
ওরা খাবলে খাবলে খেয়ে নিচ্ছে আমার শরীরের এক একটি অংশ, কেউ কি তা দেখছ না;
বাঁচাও বাঁচাও আমাকে, আমাকে হে খোদা, হে মানবতা আমি যে আর সহ্য করতে পারছি না।।