প্রেম কোনো দুর্বলতা নয়-
অনেক আলোচনা, সমালোচনা, নাটক শেষে এবার শাকিব খান অপু বিশ্বাসকে তালাক দিল। অপু বিশ্বাস শাকিব খানকে ভালবেসে ধর্মান্তরিত হয়েছিল। কিন্তু সে তার ভালবাসার মূল্য পায়নি। এটা দু:খের বিষয়, কিন্তু এরকম ঘটনা সারা বিশ্বে অনেক ঘটছে। আধুনিককালের একটি মেয়ে হয়ে অপু বিশ্বাস যেভাবে কান্নাকাটি, আত্মহত্যার চেষ্টা চালাচ্ছে - তাতে তরুণ সমাজ প্রেমের ফাজলামো ছাড়া আর কিছু শেখার অবকাশ পাচ্ছেনা। এসব সস্তা নাটক করে-করে অল্প বয়সী ছেলেমেয়েদের খারাপ শিক্ষা দেওয়া হচ্ছে। মিডিয়াগুলোও বিষয়টিকে পুরনো আমলের সিনেমা বানিয়ে ফেলেছে- যেখানে পুরুষরা দেমাগী, স্বেচ্ছাচারী আর নারীরা অবলা-চোখের জল বিসর্জনকারী হিসেবেই ছিল।
প্রেম কোনো দুর্বলতা নয়। প্রেম এক শক্তি। প্রেমের মানুষকে হারালে অপরিসীম কষ্ট হওয়া স্বাভাবিক, কিন্তু ব্যর্থ প্রেমিক বা প্রেমিকার উচিৎ ব্যক্তিত্বের সাথে ব্যর্থতার হাতছানি ভুলে ঘুরে দাঁড়ানো। নিজের যোগ্যতা থাকলে এবং ভাল একটা মন থাকলে-জীবনে কখনও থেমে থাকা লাগেনা- কেউ না কেউ পাশে এসে দাঁড়াবেই। তরুণ সমাজকে ফালতু প্রেমের শিক্ষা দিচ্ছে শাকিব খান আর অপু বিশ্বাস।
রবীন্দ্রনাথ লিখেছিলেন-
" যদি আরও কারে ভালবাস,
যদি আরও ফিরে নাহি আসো,
তবে তুমি যাহা চাও,
তাই যেন পাও,
আমি যত দু:খ পাইগো।
আমি তোমারও বিরহে রহিব বিলীন
তোমাতে করিব বাস,
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
দীর্ঘ বরষ মাস।"
আমাদের তরুন সমাজ যেদিন রবীন্দ্রনাথের কথার মত প্রেমের ক্ষেত্রে গণতান্ত্রিক হতে পারবে- সেদিন নারীপুরুষের প্রেম সুস্থ, সুন্দর হবে।