নতুন বছর
নতুন বছর পাই যেন তোমায়
মন ভোলানো নতুন রূপে,
শুষ্ক, রুক্ষ রূপ ছেড়ে শান্তির জল ঢেলো
আমার স্বরূপে।
দলে দলে ঘুমায় মানুষ
অসীম বেদনার তলে,
দাও মহা চেতনা যেন চারিদিকে
মানবতা উঠে উথলে।
মানুষেরে চেনাও মানুষ, ভালবাসায় বাধ প্রতিদিন,
যে অর্জন তাদেরে দানে মান জীবনে
তা রাখ অমলিন।
দাঁড়ালে জীবন কোথায়- হয় মানবিক
বোঝেনি তা আজও যারা,
ভুল পথ হতে ডেকে নাও তাদের
হারিয়েছে পথ তারা।
তাদেরে দাও গান উদার ভোরের
হৃদয় করতে জরামুক্ত,
দাও স্থান জগত মাঝে এমনি
কর কর কুপ্রবৃত্তিমুক্ত।
দূর কর তাদের যত স্পৃহা
করে যা দিনরাত পাশবিক,
চেনাও, চেনাও, চেনাও মানুষেরে
যা কিছু মহান, মানবিক।
নতুন বছর দাও বল কন্ঠে
গাইতে গান জাগরণের,
নতুন বছর ভুলাও আমায়
ব্যথা যত অন্যায় মরণের।
ক্ষমিওনা ধর্ষক, খুনী, বেঈমান
যারা করে জীবন ক্ষতবিক্ষত,
গড়ে ওঠা তাদের যত ধন মান
কর ধ্বংস , রেখনা অক্ষত।
ফুল ফলে সাজাও আমার বাংলা
ভারাক্রান্ত মনে দাও মুক্তি,
মানুষ হোক প্রকৃতির মত নির্মল
স্বার্থক কর তাদের বাঁচার আকুতি।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩১